তুমি বেঁচে আছো আমার কবিতায়,
গল্পে, পার্শ্ব নায়কের ভূমিকায়।
তোমাকে পাইনি খুঁজে তুলির আচরে,
বুঝিনি অনুভবে, ভালোবাসায়।
-
Mishuk Koli
(অভিমানী...✍)
93 Followers · 42 Following
কবি হতে আসিনি,
এসেছি কাব্য ক্ষুধা মেটাতে...✍
এসেছি কাব্য ক্ষুধা মেটাতে...✍
Joined 29 November 2019
9 DEC 2023 AT 18:04
6 JUN 2023 AT 23:17
হিসেব করে রাখিনি সময়,
থমকে যাইনি চলতি পথে।
তোমায় আমি বাধ্য করিনি,
আটকে রাখিনি এই আমাতে।
-
4 DEC 2022 AT 15:19
তুমি আমার ফুটপাতে কুড়িয়ে পাওয়া প্রেম ছিলে,
অবজ্ঞা, অবহেলায় পায়ের তলায় পিষে,
ডাস্টবিনে ফেলে দিয়েছি অবশেষে!
-
19 OCT 2022 AT 8:52
আমার শিরায় উপশিরায়,
প্রতি রক্তকণিকায়,
মস্তিষ্কের কোষে
তুমি আছো মিশে।
তাইতো তোমার সাথেই আড়ি,
রাগ অভিমান হোক না যতোই
আমার মনটা যে তোমারই!-
14 JUL 2022 AT 23:42
তোমার আছে অনেক চাওয়া, ইচ্ছে অশেষ ;
আমার যতো চাওয়া, সকল তোমাতেই শেষ।
-
29 JUN 2022 AT 18:12
কারো বেলায় সাত খুন মাফ,
কেউ একটা করলেই ফাঁসি!
বিচারের রায় মানবে সবাই,
তবে বারবার তুমিই দোষী।
-
28 JUN 2022 AT 23:44
বাইক মানেই ভালোবাসা
ভালোবাসা মানেই লং ড্রাইভ
লং ড্রাইভ মানেই সাথে তুমি
এবার প্রেম হোক, বেনামি।-
28 JUN 2022 AT 23:40
তুমি পাশে তাই, ডাক্তারও আমায় প্রেসক্রিপশন দেয় না,
তুমি আছো বলে, এতো অসুখেও ঔষধ লাগে না!
-