Mirza Eliza   (Mirza Eliza Parvin)
33 Followers · 48 Following

read more
Joined 15 July 2018


read more
Joined 15 July 2018
15 AUG 2024 AT 23:34

শিক্ষিত সমাজের
নারীবাদী দ্বন্দে
রাজ্য আজ বিচারহীন
প্রতিবাদের গন্ধে
মোমবাতির আলোতে
যারা খোঁজে শান্তি
অস্তের পূর্বেই
দরকার ছিলো শাস্তি
কে যে চায় বিচার
আর কার যে কি দরকার
সব কিছু জেনে নিয়ে
চুপ আজ সরকার
সে যে ছিল ডাক্তার
তাই গলা বাজি বক্তার
দিল্লির কিশোরীকে
মনে পড়ে আর কার
ভারত স্বাধীন নাকি
স্যালুট আর শিক্ষায়!
তবে কেন নারী আজ
সম্মান ভিক্ষায়?

-


9 AUG 2024 AT 23:20

জীবনে বেঁচে থেকে,
করেছি সহস্র ভুল যত;
তবু জীবন থামেনি যেনো,
সে যে বয়ে চলা নদীর মত;
মোহনায় মিশে গিয়ে,
শুষে ফেলে,
সাগরের নোংরা যত...

-


12 MAY 2024 AT 20:31

বেলায় বেলায় দিন বেড়েছে,
সরকার বদলানোর পালা,
রাজনীতিটা সুন্দর কেন?
সবই টাকার খেলা।।
এসএসসি তে নাম দিয়েছে,
পয়সা দিয়ে পড়ে,
নুন আনতে পান্তা ফুরায়
অর্থহীন যে ঘরে,
রেশন নেবার লম্বা লাইন
গ্রামের ঘরে ঘরে,
টাইম কলের জলের লেগে,
ঝগড়া করে মরে।
মোড় মাথাতে মদের দোকান,
শিক্ষার নেই শ্রী,
বৃদ্ধাভাতায় সোনা জমায়,
মোল্লা দের স্ত্রী।
এই দেশেতে রাম গড়েছে,
এবার দাও ভোট,
নাইবা তোদের খাদ্য থাকুক,
নাইবা মুচুক চোট।

-


5 MAY 2024 AT 22:36

আমরা সবাই social media addicted
তবুও একে অপরের দোষ দিই
আমরা সমালোচক সবাই
অথচ সমালোচনায় ভয় পাই
আজ কাল যেখানে emoji তেই কাজ হয়ে যায়
সেখানে আর ফোন দিই না
সময়টা বাঁচিয়ে রেখে
মন দিই post এ
সম্পর্ক চুলোয় যাক
ব্যাস্ততার ভিড়ে
সমস্ত সুখই খুঁজি
Social media কে ঘিরে।।

-


30 APR 2024 AT 20:47

যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে,
সম্পর্কে আসে কাঁটা,
তবুও তোমার জন্য তুমিই থেকো,
পড়ুক প্রেমে ভাটা।

-


25 APR 2024 AT 0:21

কতশত ভুল কাজ
ফেলেরেখে
গোপনে,
সুখী হওয়া যায় কি,
বিবাহের বন্ধনে?
মুখোশে শেওলা পড়ে
মস্তিস্ক খালি
মিথ্যারর দুনিয়ায়
পরে থাকে বালি
চাহিদারা মিটে যায়
মনে পড়ে তালা
প্রেমবিহীন সম্পর্কে
অভিযোগ ঢালা
আরো কত দিন যায়
খুঁজে চলি শান্তি
এক হাতে প্রেম খুঁজে
আমাদেরও ক্লান্তি
অপরের দিন দেখে
মনে জাগে বহু আশা
সেটা তো নিরস ফল
যাকে বলি ভালোবাসা
তোমারও জীবন আছে
নির্জীব সমাজে
তোমাকেও কাজে লাগে
কলঙ্ক মুছতে
রাস্তা সবার একই
নিজ হাতে গড়বে
কে জানে কাকে রেখে
কার নাম ই বা পড়বে।

-


24 MAR 2024 AT 13:20

Never blame anyone in your life.
Good people give you happiness, bad people give you experience, worst people give you a lesson, and the best people give you memories.

We are often let down by the
most trusted people,
loved by the most unexpected ones.
Some make us cry for things that we haven't done,
while others ignore our faults and just see our smile.
Some leave us when we need them
the most,

while some stay with us even when we ask them to leave.
The world is a mixture of people; we just need to know which hand to shake
and which hand to hold. After all, that's life-learning to hold on
and learning to let go.
Only those who care about you can hear
You when you're quiet
And that hits hard...

~ obito Uchiha ~
in Anime Naruto

-


20 MAR 2024 AT 14:44

"যেটুকু পাইবার মতো পাওয়া সেটুকু পাইয়াই যেন সুখী হইতে পারি; তার চেয়ে বেশি যতটুকুই পাওয়া যায় তার অনেক ভার,অনেক দুঃখ"

(নৌকাডুবি)
রবীন্দ্রনাথ ঠাকুর~

-


8 FEB 2024 AT 6:01

"ভালোবাসতাম"
সব থেকে তোমায় বেশি,
আর বলতাম,
তোমাকেই ভালোবাসি,
ভালবেসে ছড়িয়ে দিতাম মন
ভালোবাসার ঘরে সময় দিতাম বহুক্ষণ,
ভালোবেসে সন্ধ্যে ফেরার মাথায়,
বিশ্বাস ছিলো ভালোবাসার কথায়,
উজাড় করে ভালোবাসা দিয়ে,
চলতো ভালোই ভালোবাসা নিয়ে,
বুঝতাম না ভালোবাসা তারও,
ভালোবাসায় মন ভরে না কারো,
ভালোবাসায় অন্য কারো সুখ,
লুকিয়ে ছিলো পুরানো দিনের মুখ,
এখনো আবার ভালোবাসতে আসি,
যে ভালোবাসায় নেইকো আসল খুশি,
তবুও যেনো তোমায় ভালোবাসি,
তোমার যুদ্ধে হারতে গিয়েও হাসি।

-


22 JAN 2024 AT 17:01

ভালোবাসারা অতি তুচ্ছ,বুঝে গেছি এ পৃথিবীতে প্রেম বিতরণ হয় না,হয় শুধু রাজনৈতিক ষড়যন্ত্র আর বিতর্ক,আমি সামান্য এক যোদ্ধা,যার মৃত্যু অসামাজিক কুরুক্ষেত্রে অবধারিত।

-


Fetching Mirza Eliza Quotes