মিলন পাল  
18 Followers 0 Following

"যদি বলি
আমি সে-পুরুষ, দ্যাখো, যার জন্য তুমি এতকাল
অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার?"
Joined 4 February 2019


"যদি বলি
আমি সে-পুরুষ, দ্যাখো, যার জন্য তুমি এতকাল
অক্ষত রেখেছো ওই রোমাঞ্চিত যমুনা তোমার?"
Joined 4 February 2019
20 JUN 2021 AT 16:29

জোনাকিরা গান গাই,বৃষ্টিরা ঘর বাঁধে
প্রিয় মানুষের সন্ধ্যা নামে,কেউ পিছু ডাকলে❤️

-


17 JUN 2021 AT 22:56

রাজার দামী পোষাকে ফারাসী পারফিউমের গন্ধ আসে
ভাতের গন্ধ আসে না.......

-


17 JUN 2021 AT 20:57

অনাদরে বেড়ে ওঠা বন্য ফুলকে
এই শহরের কতজন বা প্রেমিক ভালোবাসতে জানে?❤️

-


15 JUN 2021 AT 17:51

এখন ট্রামে জং ধরেছে,যোগাযোগ বিচ্ছিন্ন,
কিছু কথা তোমার জন্য মুঠো ভরা কাগজে, মহামারী কুড়ানো।

-


5 JUN 2021 AT 0:29

তুমি স্বাধীনতা চাইলে তোমার গায়ে লিখে দেওয়া হবে চরিত্রহীনা গল্পটা।

-


3 JUN 2021 AT 17:23

তুমি শহর দেখেছো,ফুটপাতের সন্ধ্যা,
প্রেমের কবিতাটায় বড্ড ভাসো মেয়ে,তোমার চোখে তাইতো কালো ঝর্ণা।

-


1 JUN 2021 AT 20:06

আমাদের রঙিন একটি ছবির অন্তরালে লুকিয়ে থাকে,কত ব্যার্থতার গল্প,কত কঠিন নিষ্ঠুর বাস্তবতার চিত্র।

-


30 MAY 2021 AT 23:30

তুমি কল্পনা ছেড়ে যখনই বাস্তবে পা রাখবে
তখন থেকে কাউকে ভালোবাসতে পারবে না....🥀

-


30 MAY 2021 AT 23:22

এত ভয় কিসের হারিয়ে ফেলার, যে নিজের সে হারিয়ে যাবে না,সে যে বিশ্বাসে বাঁচে।

-


30 MAY 2021 AT 23:21

এত ভয় কিসের হারিয়ে ফেলার, যে নিজের সে হারিয়ে যাবে না,সে যে বিশ্বাসে বাঁচে।

-


Fetching মিলন পাল Quotes