Mehedi Hasan Shawon  
16 Followers · 4 Following

Joined 6 July 2018


Joined 6 July 2018
26 AUG 2020 AT 16:19

নিশ্চয়ই শীগ্রই মৃত্যু হবে আমার
আর আমার লাশে চিৎকার করে কাদঁবি-
ভালোবেসেছিলিও তুই
আত্মা বলে উঠবে যতটা দিয়েছিলাম মরে গেছে তা,
একটুও দেখিসনি তুই!
কেউ জানবে না...

-


2 AUG 2020 AT 15:31

Don’t give your heart for free,
Take a price but the money!
Take a price but the body or the soul,
Take the tears for you
or the fears that she is losing you!

Watch the insecurity grow,
Till she gives herself to you!
Give her some fee
but not money
nor the body
or the soul.
Take her frozen heart, give a little warmth,
A flower perhaps a bucket of joy!
Just play a little bit further!

Remember!
Love is a game you must be in,
Decide! If you are playing or you will be played in!
That's the decision left to be taken!
But Don’t give your heart for free,
It will left your hreart broken
So take a price for your love but the money
But it must come from the heart of broken!

-


7 MAY 2020 AT 2:45

Finding love was the pursuit from what
now i am a runner.
The same memory i wanna forget, i treasure!

-


6 DEC 2019 AT 18:51

অতিবাহিত হচ্ছে,
এমন প্রতিটি মুহূর্ত মনে হয় এক একটি বছর
আর প্রয়াত সুদিন যেন এই তো সেদিন!

সেই শীতেই ভেবে রেখেছিলাম, পরের বসন্তের দিন যাপন হবে খুব আয়োজনে।
বর্ষারপ্রতি ফোটার সবটুকু স্নিগ্ধতা মেখে নেবো গায়ে,
জীবনের সঞ্চার হবে প্রানে আবার।
এই তো সপ্ন দেখেছি সেদিন,
ভালোবেসেছি যেন এই তো সেদিন!

তবে সপ্ন জোড়া দিয়ে চলেছি বছর হতে চললো,
দূরত্ব বাড়িয়ে চলেছি যুগ হতে যাচ্ছে,
পালাচ্ছি দূর থেকে দূরে যেন আজকেই অনন্তকাল হলো...

অতিবাহিত হচ্ছে,
এমন প্রতিটি মুহূর্ত মনে হয় এক একটি বছর,
আর প্রয়াত সুদিন যেন এই তো সেদিন!

-শাওণ

A chear for December...

-


15 NOV 2019 AT 2:14

তোমাকে আমি ইচ্ছে হলেই আমার উপর চিৎকার করে গালি দিতে বলেছিলাম, তুমি নিশ্চুপ ছিলে!
তোমাকে বলেছিলাম অযথাই রাগের মাথায় কোন একদিন আমাকে খুন করতে!
বলেছিলাম অসহ্য লাগলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিতে,
ঘৃণা হলে কসাইখানায় জবাই দিতে!
মেয়ে!
আমি তোমাকে প্রেম হতে বলেছিলাম, তুমি কবিতা হলে!

-


10 NOV 2019 AT 0:09

রক্তজবা কানে, আমার কপাল রাঙা টিপ,
কালো কালি লেপা মুখে, সাদাসিধা চোখ-দুটো অকারণে ঠিক।
চোখের ভেতর মন দেখা যায়
যায়নি কিছুই ঢাকা
ভাঙা মনে কেমনে রবো?!
আমার নিঃশ্বাস নেওয়াও মানা!
আহারে আহারে...

-


6 NOV 2019 AT 3:03

সেই চরম উত্তেজনার পর একটু বুনো অনুভুতি শেষে,
মুহুর্তসম সময় চেতনাশূন্য এক অস্তিত্বের দেখা মিলে।
পরম শান্তির খুব কাছে!
সৃষ্টির মত মহত্যের খুব কাছে!

তারপর
খোলা প্রান্তরে আঁকিবুঁকির পর, দু'হাতের আঙুলগুলোর সপ্ন বোনা শেষে যখন খোলা চুল ছড়িয়ে এ বুকে মাথা রেখে শোবে,
বিশ্বাস কর !
তুমি প্রেমে উজাড় হবে...

-


3 NOV 2019 AT 2:36

হয়তো লুকিয়ে রাখা গোলাপটা শেষ প্রযন্ত লুকানোই ছিল,
জিন্সের পকেটের ভিষণ চাপে ভেস্তে ছিল!
শুধু প্রেমিকার জন্যই রাখা ছিল।

তবু প্রেমিকার জন্য রাখা গোলাপ লুকিয়ে থাকলে,
অলক্ষুণে ছেলেটি প্রেমহীন ফিরে আসলে
তারমানে এই না যে সে তোমার প্রেমিক না!
তোমার হাজার অনিচ্ছায়ও প্রেমিক,
প্রেম বিলীনেও প্রেমিক।

তবে গোলাপে যেমন শুধু প্রেমিকার দাবি ভালোবাসায়ও তেমনি প্রেমিকারই দাবি।
তাই যদি প্রেমিককে চাও তবে প্রেমিকা হও
ভালোবাসা চাও তবে ভালোবাসা দাও।

-


3 NOV 2019 AT 2:03

হয়তো,
তোর আলোর চেয়ে অন্ধকারে আলোর সপ্নে বিভোর হওয়া বেশি পছন্দের।
হয়তো,
প্রেমের চেয়ে কোথাও কোন হৃদয়হীন আস্তানায় প্রেম-বাসনা ইচ্ছা সোপা বেশি পছন্দের।

তবে মানবী,
যদি তুই এই অনুভুতির একফোঁটা আবেশও পেতিস,
যদি তোর প্রেমিকের কোন একটি প্রার্থনার ক্ষুদ্রতম অংশ শুনতে পেতিস,
তবে,তোর বুক ভরা অস্বস্তির শ্বাস ফেলে অনেক আগেই তোর যক্ষের ধন তোর প্রেমিককে বিলাতিস।

-


2 NOV 2019 AT 22:26

একটা ছেলে কোন মেয়েকে হ্যারাস করলে তা যতটা নোংরামো হয়, কোন মেয়ে একই কাজ কোন ছেলের সাথে করলে তা তেমনই নোংরামো হয়।

-


Fetching Mehedi Hasan Shawon Quotes