জীবনের প্রথম ভালোবাসা,
তাকে ভুলতে চাইলেও,
তুমি কোনোদিন ভুলতে পারবে না.
থেকে যায় সেটা মনের অনেক গভীরে,
হয়তো আমরা সেখান থেকে বাড়িয়ে আসি,
বেস্ট কাওকে পাওয়ার খোঁজে.
কিন্তু হয়তো আমরা বেস্টটাকে,
এইভাবেই হারিয়ে ফেলি..........
- ✍️মেঘ কণিকা
27 NOV 2019 AT 13:53