Meghna Mukherjee   (✍️মেঘ কণিকা)
119 Followers · 23 Following

জীবন জয়ে তুমি থেকো, আমি যাই।
Joined 25 October 2019


জীবন জয়ে তুমি থেকো, আমি যাই।
Joined 25 October 2019
25 FEB AT 8:22

যখন তাকাও আমার দিকে.....
ভুলে সমস্ত কিছু,,,,,
যাই তোমার পিছু পিছু!!!!
দ্বন্দ্ব মনে যতই রাখো....
ভুল তোমায় প্রমান করবো।।

-


23 FEB AT 20:14

গল্প বেড়ে যাক......
সময় থমকে যাক!!!!!!
দূরত্ব বাড়ুক স্থানের......
মনের দূরত্ব স্বল্পপ্রায়......
চেনা নাই বা হলো তোমায়;;;;
খুঁজবো তোমায় অচেনা হয়ে।।


-


1 FEB 2024 AT 1:13

আমি যদি হতে পারতাম অন্য কারো,
তুমি আমায় চাইতে আবারো।
তোমার আছি জেনে,
তুমি চলো দূরত্ব মেপে।
অন্য কারো হলে,
কথা বলতে মনের সুখে।
থাকতো না কোনো দায়ভার,
দায়িত্ব কমতো একটার।।

-


26 SEP 2023 AT 7:46

একজন না কাঁদলে অন্যজন হাসবে কি করে!!
একজন না সড়লে অন্যজন আসবে কি করে??

-


21 SEP 2023 AT 10:20

ভিতরে কতটা ভাঙ্গা.....
বাইরে থেকে বোঝার উপায় নেই।
ভিতরে কান্না,
বাইরে হাসি।
এ এক বিরাট সার্থকতার প্রমান।

-


19 SEP 2023 AT 22:21

নতুন মানুষের সাথে নতুন নতুন কথা,
একটা মানুষ কতদিন নতুন থাকবে?
একদিন সে ও পুরোনো হবে।
তখন আর নতুন নয়,
পুরোনো কেই মনে পরবে।

-


13 SEP 2023 AT 22:01

তার কাছে ভুলে যাওয়া টা খুব সোজা,
এক যাত্রায় পৃথক ফল হয় না,
আবারও নতুন করে শুরু করো,
তিবে এবার আর কাওকে কষ্ট দিয়ে....
নিজের সুখ টা খুঁজে নিও না।।

-


18 JUN 2023 AT 8:18

Happy father's day.....

বাবা শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে,
বাবা... মা এর মার এর থেকে বাঁচানো থেকে শুরু করে রাগ ভাঙ্গানো,, বট গাছের মতো ছায়ায় রাখা, আগলে রাখা, সমস্ত টাই বাবা।
হ্যাঁ কারও বাবা একটু রাগি, কারও বাবা হাসিখুশি, কারও বাবা একটু বেশি কথা বলে, আবার কেও একটু চুপচাপ। তবে বাবা বাবা ই হয়।।

-


13 JUN 2023 AT 22:51

হ্যাঁ..... তুমি অন্য কারও,
জানি অন্য কেও তোমার,
তবু কেন আছি জানো?
অন্য কারও প্রতি আমার...
ভরসা নেই তাই।।

-


11 JUN 2023 AT 19:07

সবই আছে......
শুধু ঢাকা।
দেখালে হবে কি করে,
লোকের আনাগোনা....
ঘরের লোকের জন্য,
আমায় করলে পর।
পর ই হবে একদিন আপন...
সব ই প্রমাণিত হবে ভুল।।

-


Fetching Meghna Mukherjee Quotes