The itinerary of hope is undefined.
-
ছোট ছোট মূহুর্ত গুলো বিষন্নতা ডেকে আনে ,
এই কাড়াকাড়ি করে খাওয়া থেকে ওই চুড়িদারটায় তোকে বেশ মানায় , ওটা পরে আসবি | জন্মদিনে কেক এর বদলে মিষ্টি দই আর প্রিয় গান হিসেবে তোমায় হৃদমাঝারে রাখবো , ছেড়ে দেবোনা |-
এরম ভাবেই বাদ পরে যায় প্রিয় মানুষের তালিকা থেকে , ঠিক যেমন ভাবে তুই না থাকলে আমার কি হবে ? আমি না থাকলে অন্য পরিপূরক থাকবে |
-
এই কয়েক বছরে আমার জীবন থেকে অনেক বন্ধু হারিয়ে গেছে | সব যে তাদের দোষ সেটা নয় , বা সবটা আমার সেটাও নয় |
কিন্তু এখন আর কাউকে কারণ ব্যাখ্যা দিতে ভালোলাগে না |
যারা যেতে চায়ে তাদের যেতে দেওয়াই ভালো , নাহয় মুহূর্ত গুলো মস্তিষ্কের বাক্সবন্দীতে থেকে যাক|-
দূরত্ব আর অভিযোগের মধ্যে এক ব্যাস্তানুপাতিক সম্পর্ক রয়েছে !
যত দূরত্ব বাড়তে থাকবে ততো অভিযোগ কমতে থাকবে |-
কেউ কথা রাখেনি , কেউ কথা রাখেনা |
শুধু থেকে যায় কিছু দগদগে ঘা,
আর স্মৃতির মূর্ছণা |-
I let you go doesn't mean I never loved you, means I don't believe in "holding on" theorem.
-