11 NOV 2022 AT 14:15

মনে আছে,
লাস্ট কবে বলেছিলে ভালবাসি ?
লাস্ট কবে হেসেছিলে মন খুলে ?

মনে আছে,
লাস্ট কবে এসেছিল চুল খুলে ছাদে ?
লাস্ট কবে হেঁটে ছিলে হাত রেখে হাতে ?

মনে আছে,
লাস্ট কবে রাগ করে নিয়েছিলে আড়ি?
লাস্ট কবে একসাথে স্কুল থেকে ফিরেছিলে বাড়ি?

মনে আছে,
লাস্ট কবে পড়েছিলে শাড়ি ?
লাস্ট কবে গিয়েছিলে কাকলিদের বাড়ি ?

- Nosogenic