Never expect anything from anyone, Because people change easily.
-
Md Sahinurzaman
(Your Sahin)
34 Followers · 24 Following
Joined 8 January 2018
31 AUG 2024 AT 22:12
22 FEB 2024 AT 0:12
অনেক টা দূরে থাকলে ঠিক তখনই কাছে ডাকে ,
আর কাছে আসলে কই আমার মনে রাখে।
আসলে আমি তো অনেক কিছুই বুঝি ,
জানিনা তবুও কেন সেই পাগলের মত খুঁজি ।
এবার সময় নিয়ে নতুন করে হারালে ,
প্লিজ প্লিজ খোঁজো না আর আড়ালে।।-
21 APR 2022 AT 21:42
আসলে সত্যি বলতে ,
সবাই আমাকে ভালোবাসে ।
আসলে সত্যি বলতে ,
সবাই আমাকে চাই ।
কিন্তু সেটা তাদের মত করে ,
আমাকে আমার মত নয় ।।
-
3 FEB 2022 AT 22:58
Mob- 9735005325
⚫ Md Sahinurzaman
(Advocate)
⚫ B.sc (H) , LL.B (H)
⚫ High Court Calcutta
⚫ Bar Association Room No 18 — % &-
10 JAN 2022 AT 19:13
যেটা গরীব মানুষের ঠান্ডা লাগা জ্বর,
সেটা নাকি বড়লোকের কোভিড ।
মধ্যবিত্তরা বরাবরই ব্যতিক্রম ,
তাদের নাকি অমিক্রন ।-
27 DEC 2021 AT 20:07
কিছু অভিমানী অভ্যেস
ছেড়ে দিতে হয় ,
মেনে নিতে না পারলেও
নিজেকে মানিয়ে নিতে হয় ।
-