"ডাক্তার মানে সেতো মানুষ নয়
আমাদের চোখে সে তো ভগবান;"
এখানেই ভুল করি, কেন বুঝিনা আমরা,
তারাও তো রক্ত মাংসের প্রাণ।
বিপদে আপদে তাদের কাছে যায়,
বানায় তাদের ভগবান।
এক নিমেষে নীচে নামায় তাদের,
করি তাদের বদনাম।
জানি সবাই ভালো হয় না,
মন্দও আছে এই জগতে।
সবাইকে একসাথে মিশিয়ে,
ডাক্তার পেটানো উচিত নয় তবে।
ডাক্তারও তো মানুষ, আছে পরিবার,
আছে তাদেরও মন।
রুগী হাসি মুখে বাড়ি ফিরলে,
ডাক্তারের খুশির ভাষা বোঝে কয়জন?- Mousumi Hazra
2 JUL 2019 AT 17:04