মৌরিমা  
38 Followers · 23 Following

read more
Joined 11 September 2019


read more
Joined 11 September 2019
29 DEC 2023 AT 22:31

কিসের প্রেম ...
ধুর ছাই
যেখানে কাছে থেকেও
তুমি নাই।
দূরত্ব এখন দুর্বিষহ
তবু জানি উপায় নাই।
সময় বুঝি এতো নিঠুর
হ্রদয়-আঙ্গনকে করে ক্ষত-বিক্ষত হায়।
তাঁকে দেখতেই আজ এতো বাঁধা
এখন বুঝি প্রেম করতে ভাগ্য থাকা চাই।
প্রেমের গল্প বোনার বদলে
বিরহের জ্বালা সইতেছি তাই।

-


21 JUL 2023 AT 22:28

মেঘ ও তুলির বন্ধুত্ব
মৌরিমা দাস।

ঈশান কোণে মেঘ করেছে, গুড় - গুড় করে মেঘের ডাক ।
এই শুনে তুলি ছুটে , মা- কে গিয়ে দিল হাঁক ।
ঊষারাণী ঘরে তখন, ব্যস্ত করতে পরিপাক ।
মেয়ের হঠাৎ আওয়াজ শুনে, ঊষারাণী হতবাক ।
দৌড়ে এলেন দালানে, দেখেন মেয়ের উৎপাত ।
মেঘ নাকি ভারি দুষ্ট, তুলি- কে করে ঘুরপাক ।
এই শুনে ঊষারাণী মুচকি হেসে বলে ---
তুলি তুমি ভয় পেওনা, মেঘ কে দেবো সর- ভাত ।
বৃষ্টি যখন পড়বে তখন, তুলি বানাবে জলযান ।
ঊষারাণী এর কথা শুনে, তুলি হলো অবাক ।
মা- কে জড়িয়ে, তুলি তখন করলো আদর অনেক ।
এমন সময় বৃষ্টি এলো, তুলি তাই নেচে উঠলো ছলাৎ-ছলাৎ-ছলাৎ ।
নানান রঙের জলযান ভাসিয়ে, তুলি স্বপ্ন বুনতে মত্ত ।
এভাবেই শুরু হয়, মেঘ ও তুলির বন্ধুত্ব।।

-


15 JAN 2023 AT 7:41

শীতের পৌষ পার্বণ
ঘরে ঘরে কীর্তন।
গ্রাম বাংলার সংস্কৃতি
আলপনা তে আকৃতি ।
ঘরে ঘরে পিঠে পুলি
বিরোন ভাতে ক্ষীর তুলি।
তিল- গুড়েতে মিষ্টি বুলি
বুড়ির ঘরে আগুন জ্বালি।
তীর্থ মুখে পূন্যস্নান
প্রতিবছর অম্লান।
জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সম্প্রীতি
সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি ।।

-


23 NOV 2022 AT 18:09

বই পড়া একটা নেশা।
আর এই নেশায়, আমি নেশাগ্রস্ত।।😌📖❤️

-


23 NOV 2022 AT 18:02

Life is like a puzzle🧩
You have to accept the situation,
Which you don't want to .
But sometimes this situations,
Shows you the reality of the world 🌍.

-


15 NOV 2022 AT 23:46

The world is full of possibilities
Just you have to explore it😉🌈❤️✨

-


9 NOV 2022 AT 13:56

Enjoy the change of colours in cloud ☁️🌈 not in people's 😗

-


5 OCT 2022 AT 16:24

ঢাকের কাঠির হলো সাড়া
উমার এবার যাবার পালা।।
মাগো তোমার আশিষ রেখো
আবার এসো নিয়ে আলো।।
ছোটদের প্রতি ভালোবাসা
বড়োদের জানাই প্রণাম ।।
আসছে বছর আবার হবে
এই আশায় বুক বেঁধে সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।।

-


4 SEP 2022 AT 20:06

জীবন একপ্রবাহে বইছে ঠিকই। রইছে না এক স্থানে। হারিয়ে যাচ্ছে সুখের পায়রারা, হারিয়ে যাচ্ছে আহ্লাদ । তবু ও চলছে বাঁচার লড়াই, প্রতিষ্টার তেষ্টায় । যখনই জীবন বোঝাতে চেয়েছে ---" তুই একা"। ততবারই আমায় আঁকড়ে ধরেছে রবীর কাব্যখানা। ভীড়ের মাঝে যখন ভাবি--- "আমার অস্তিত্ব কই ?" প্রতিবারই আমি পেয়েছি আমার দেখা আমার ডাইরির পাতায় পাতায়। অনেক পথ বাকি এখনও, জানি না কদ্দূর পার, চলছি তাই অদৃষ্টের লন্ঠনের ভরসায়।।

-


15 AUG 2022 AT 8:13

স্বাধিন ভারতের অঙ্গীকার
জাতীয় পতাকার পরিব্যপ্তি।।
গেরুয়াতে ত্যাগ জড়িয়ে
শ্বেত রঙে বোঝায় শান্তি।।
অশোক চক্র মধ্যেখানে
সবুজেতে হয় সমৃদ্ধি।।
স্বাধীন ভারতের গর্বিয় শহীদ এর কুরবানী
তোমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই দিয়ে সালামি ।।
সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
১৫ ই আগস্ট পালিত হোক, তিরঙ্গায় ভরে উঠুক ভারতবর্ষ।।

-


Fetching মৌরিমা Quotes