~ মৌ কথা ~   (~ মৌ কথা ~)
24 Followers · 2 Following

Joined 3 July 2017


Joined 3 July 2017
4 NOV 2021 AT 15:57


বন্ধুত্বে শর্ত, বাজি নেই,
খুনসুটি আর ঝগড়া থাকতে পারে।
দিব্যি কেটে বন্দি চতুস্কোণে
নিঃশব্দে খুন করা হয় তারে।

-


20 AUG 2021 AT 23:18

দিব্যি"র ফাঁসে আটকে থাকা কথা-
বন্দীদশায় কান্নার নিবেদন,
শর্তারোপে খুন হয়ে নিয়মিত
শাস্তি স্বরূপ মননে নির্বাসন।

-


2 AUG 2021 AT 2:06

"পিপীলিকার পাখা ওড়ে মরিবার তরে",
"অতি বাড় বেড়ো না, ঝড়ে যাবে পড়ে"।
প্রবাদ নয়কো শুধু, মনে রেখো সবে,
নয়ত ফলাফল পাবে জনরবে।

-


2 AUG 2021 AT 2:02

"পিপীলিকার পাখা ওড়ে মরিবার তরে",
"অতি বাড় বেড়ো না,ঝড়ে যাবে পড়ে"।
প্রবাদ নয়কো শুধু,মনে রেখো সবে,
নয়ত ফলাফল পাবে জনরবে।

-


17 JUL 2021 AT 8:34

আলো আঁধারি

আলো আঁধারির অবাক পৃথিবী, বিচিত্র মনাকাশ,
একাধারে ঘৃণার চাহন, অপরে প্রেমের বাস।
একসাথে কভু অবহেলা রয়, কৃতজ্ঞতার আড়ালে
স্বপনে, মননে ভয় থেকে যায় , সুখপাখি হাত বাড়ালে।

তারই মাঝে যদি দেখা মিলে যায়, পরশপাথর কোন'
খড়কুটো ব'লে আঁকড়ে ধরার, চেষ্টা চালায় মনও।
অন্যায্য নয় এই চাওয়া পাওয়া, রূপকথাদের ভীড়ে
জীবন এমনই বাসা বাধে তার, চুপকথাদের নীড়ে।

-


9 JUL 2021 AT 9:17

বলিষ্ঠ লেখনী চুঁইয়ে যখন
কষ্টের নির্যাস,
করতালিতে ধ্বনিত হয়
"সাবাস, বন্ধু সাবাস"।

-


25 JUN 2021 AT 21:28

চাইলেই তা যায় না পাওয়া
  যোগ্যতাটা থাকা চাই
"ভালোবাসি" বলা সহজ
  মনে ক'জন দেয় গো ঠাঁই?
হারানো ধন সবচেয়ে দামী
  হাতের মুঠোয় সস্তা সব
সব পেয়েও না পাওয়াটাই
  কষ্টসুখের অনুভব।

-


28 MAY 2021 AT 1:51

চলতে গেলে এক নৌকা ধরো,
দুই নৌকায় পা দেওয়া ঠিক নয় ,
হোক না যতই আপন তোমার কাছে,
সমঝোতাতে অপারগ নাও দ্বয়।

-


17 MAR 2021 AT 1:05

শুভ রাতের শুভেচ্ছাতে
ছুঁয়ে থাকা রাত্রিযাপন,
প্রয়োজন নয়, তবুও যেন
অভ্যেসটাই ভীষণ আপন।

-


27 JUN 2018 AT 18:51



বন্ধ চোখের স্ক্রিন গার্ডেতে স্ক্রাচ পড়েছে আচম্বিত,
দৃশ্যত সব সাপট ঝাপট ভীষণরকম সাম্প্রতিক ।

বৃদ্ধ অতীত বর্তমানের তরুণ তুর্কি নওজোয়ান,
ব্ল্যাক ক্যাটে বেষ্টিত আজ মোর্চাবাজিই বাড়ায় মান।

প্রতিবাদের ঝড় উঠেছে,অনির্দিষ্ট হরতালে,
সাবধানে পা ফেলেও খেপা,জড়িয়ে পড়ে কোন জালে !!

-


Fetching ~ মৌ কথা ~ Quotes