তুমি না হয় মেঘ হয়ে এসো,
আমার বাড়ির চীলিকোঠায়।-
বর্তমানের এই শহরে
বিস্বাস আর ভালোবাসার বড়ই কিন্তু অভাব,
সময় থাকতে, চিনে রাখা ভালো সেই সব
গুণমান ব্যক্তি কে যারা চোখের নিচে ছাতা ধরে।— % &-
সখি ভালবাসা কারে কয়
সে কী কেবলই যাতনা ময় ?
তোমরা যে বলো দিবোসো রজনী
'ভালোবাসা', 'ভালোবাসা'
সখি ভালোবাসা কারে কয় ?
Rabindranath Tagore-
"দূরত্ব যদি সত্যি
সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়,
তবে আমি দূরেই
থাকতে চাই |
...........রবিন্দ্রনাথ ঠাকুর.........-
যেটা কখোনো হবে না,
তা জেনেও সেটা নিয়ে ভাবতে খুব ভালো লাগে ❤️❤️❤️.......।-
জলটা একই থাকে, শুধু চোখদুটি বদলে যাই।
যদি বলো "ভালবাসা"
সেটাও একই থাকে শুধু মানুষ দুটো
বদলে যাই ।
-
আমি ঠকিনি,
কারণ আমি ভালবাসতে পেরেছিলাম
কিন্তু ঠকেছে সে,
সে ভালবাসতে পারেনি...।
____শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।-
চেনা জগতটা ক্রমেই অচেনা হয়ে যাচ্ছে!...
এখন মনে হচ্ছে অসৎ হওয়ায় ভালো ছিল।
সততা দিয়ে কী পেলাম?
Abdul khayer Saikh-