Manoj Giri   (মুখোশধারী)
23 Followers · 11 Following

Love and dreams can never die.
Joined 26 March 2020


Love and dreams can never die.
Joined 26 March 2020
24 NOV 2021 AT 15:10

কারণ ছাড়াই বিচ্ছেদ যেখানে,
কারণে সময় থমকে নেই।
সময় খুঁজতে কারণ লাগে
সময়ে দূরত্ব অভিমানী।

-


12 MAR 2021 AT 21:53

হাজারো স্বপ্নের শেষ ঠিকানা,
যে শরীরে ,,
সহস্র ট্যাটুর মাঝে,
চিনে নিতে অসুবিধা হবেনা শত বর্ষ পরেও।

-


18 FEB 2021 AT 22:02

ওই কূলেতে ডাক পাড়লেও
এই কূলেতে চুপ।
ভাঙন ধরা পাড়ের মাটি,
চাষযোগ্য হলেও বিশ্বাসযোগ্য না।

-


19 JAN 2021 AT 22:40

ধীরে ধীরে বেঁধেছে বাসা,
নিকোটিনের ধোঁয়া এই ঘরে।
শূন্যতা পূরণ কেউ তো করে!
মাঝে মাঝে কড়া নাড়ে আক্ষেপ,
বন্দি স্বপ্নেরা ভেঙে পড়ে।
বিশ্বাসের নৌকা ডুবেছে আগেই,
পাল শুধু আশায় ভেসে চলে।

-


3 DEC 2020 AT 15:37

আমি আকাশ হয়ে হারিয়ে যাই,
ওই দিগন্তের মাঝে।
দূরের দিকে তাকিয়ে থাকি,
বেলার শেষে কবে হবে।
স্নিগ্ধ হাসির সাথে মিলবে সে,
তীক্ষ্ম তার দৃষ্টি,অস্থায়ী সৃষ্টি সব।
পুনরাবৃত্তির মধ্যেই চিরস্থায়ী।

-


18 NOV 2020 AT 12:38

এ ঘরে চিরস্থায়ী ধুলোর বসবাস।
চিহ্ন টুকু মিলিয়ে,জীবাশ্ম রয়ে যায়।
অগ্নির তীক্ষ্ম ক্লেশে আহিত বস্তু
বারংবার ঘর্ষণ টুকুর অপেক্ষায়।
সাদা-কালো রঙের মাঝে তীব্রতার আঁচ।
সুযোগ পেলেই জ্বলে ওঠে,ঔজ্জ্বল্যতার আঁচ।

-


7 NOV 2020 AT 21:55

অতীত ঘেঁটে শব্দ খুঁজি,
কি নাম দেবো তার!
সময়ে হয়নি কারো প্রকাশ।
এক দৃষ্টিতে তাকিয়ে থাকিস,
তাল মেলাতে পারিনা আমি।
বর্তমান,অতীত উভয় ছদ্মবেশী।
ভবিষ্যত টা এরকমই থাক দামী।

-


31 OCT 2020 AT 0:35

বন্ধু বলতে ক-জনই বা আছে!
সবাই তো নিজের মতো গন্ডি আঁকছে।
কেটে যায় এমনই সবাই.....
আপন ভেবে থাকে যারা,দ্বন্দ্ব নিয়ে বাঁচে।
ভাবতেই অবাক লাগে কটা মাত্র আছে।
প্রেম-পরিবারের কাছে তারাও কি আর টেকে!
ভুল বোঝাবুঝি অনেক থাকে,
ফিরে আসে অতীত যাদের মনে থাকে।
খোঁজা আর ধরে রাখার টানাপোড়নে
একাকীত্বই সঙ্গী জীবনে ........

-


15 OCT 2020 AT 0:36

চক্ষু আড়ালে ঘটেছে সব,
আপাত আর প্রকৃত ছন্দে পার্থক্য।
চিনতে পারলে সবই সহজ,
শুধু অপেক্ষা থেকে যাবে।
ভিন্ন নয়,কিছু দিনের অভিনয়।
অভিমান, অভিযোগ এক নয়।
পাতাগুলো শুকিয়ে পড়ে
তাও গাছের ডালেই পাখিরা আশ্রয় খোঁজে।

-


2 OCT 2020 AT 23:57

তোকে হারানোর ভয়ে,হারিয়ে ফেললাম।
গল্পের চরিত্রে,সাজানো খেলার গন্ধ পেলাম।

-


Fetching Manoj Giri Quotes