Mind says🤔: She betrayed me....
Heart says💔: After all her betrays,still can't hate her....
Mind says🤔: You have 0% value in her life...
Heart says💔: But she has 100% value in your life
Mind says🤔: She has a boyfriend, forget her
Heart says💔: My love for her is nothing less than her boyfriend...."may be more,who knows"
Heart says💔: Love her so much....but why can't she at least once try to thing about me
Mind says🤔: Bloody asshole she is beyond your capacity...
Mind says🤔: Forget her and get back to your normal life.......
Heart says💔: Sorry boss its next to impossible....
So tragedy of the story....listen to both...
But follow your heart
It's my story....now a days🙂-
যদি হাত বাড়ালেই ছোঁয়া যেত
তোমার কোমল হাত,
যদি চোখ খুললেই দেখা যেত
তোমার মায়া মুখ!
যদি এমন হত সব সত্যিগুলো
সত্যি না; মিথ্যে ছিল সব,
যদি এমন হত তুমি আজ ও আমার
যেন প্রথম দিনের আবেগ!-
বন্ধুত্ব কখনো হারায় না,হারিয়ে যায় সেই মানুষটি যে কখনো বন্ধুত্বের মূল্য দিতে পারে না...।
-
অধিকারের জায়গাটা
যেখানে শূন্য,
সেখানে প্রত্যাশা আর অভিমান মূল্যহীন।-
মানুষ তখনি নিজেকে বদলে নিতে চেষ্টা করে, যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে ।
এবং মানুষ তখনি বদলে যায় যখন তার স্বপ্ন গুলো ভেঙে যায় ।-
জানি,অনেকবার কাঁদতে না চেয়েও প্রত্যেক রাতে অবুঝ শিশুর মতো করা কান্নাটা কখনো দেখবে না তুমি।
আমি তবুও কাঁদবো,
তোমাকে ভুলতে নয় আরো বেশি মনে রাখতে.......-
তুমি যার স্মৃতি মুছতে ব্যার্থ
সে তোমার নিন্দা করতে ব্যাস্ত।।-
অন্ধকার চিরন্তন নয়,
আলোর রাস্তা ঠিকই থাকে,
খুঁজে পাওয়ার ইচ্ছাটা থাকতে হয়।।-
গল্পটা বন্ধুতের
হ্যা! হয়তো আজ পাচ বছরের পুরানো বন্ধুত্ব টা ঠিক হয়েছে হাজার ভুল বোঝাবুঝির পাহাড় সরিয়ে ফেলে। আজ ও আমি তোর 'প্রিয় বন্ধু' কিন্তু না আমি ওই পাচ বছর আগের ' প্রিয় বন্ধু' রয়ে গেছি। তুই মুখে না বললে ও এই পাচ বছরে আমার জায়গা টা হয়ত অন্য কারোর, যে তোর প্রতিটা সময়ে তোর পাশে থেকে তোকে বাচিয়ে রেখেছে ; যতই তুই আমাকেই তোর 'প্রিয় বন্ধু'বলিস কিন্তু তুই নিজেও জানিস না ;সেই মানুষ টা যে পাচ বছর ধরে তোকে আগলে রেখেছে তোর অজান্তেই তোর 'প্রিয়' হয়ে গেছে যার প্রাওরিটি হয়তো তোর কাছে বেশি।
কিন্তুু কি আর করা যাবে! হাজার খারাপ লাগলে ও কিছু করার নেই। যাই হোক এটাই হয়তো অন্যতম সেরা পাওনা আমার জীবনে কোন বন্ধু আমার জন্য অপেক্ষা করে থেকেছে তাকে ঘৃনা করে যাওয়া সত্ত্বেও। সবকিছুর পরে হয়তো আবার আমি তোর 'প্রিয় বন্ধু ' তবে পোশাকি ভাষায়ে কিনা জানিনা, হয়তো বা তাই।
কি আর করা যাবে - 'Zindagi kahi bhi thamti nahi ' 💔
-