মনের আড়ালে,
যাতে কারো আঘাতে
নিভে যেতে না পারে।-
Manashi Ray
(উজ্জয়িনী)
871 Followers · 128 Following
"A" minor + "C" sharp
Joined 5 January 2017
16 JAN 2023 AT 14:17
তোমার বন্ধু
স্পর্শ তোমার শীতল,
ভেঙে গেলে তুমি ভিষণ মসৃন
তবে ফেটে গেলে তুমি তরল।-
10 JAN 2023 AT 22:27
আমার শীতঘুম, তোমায় ছাড়া,
তখন তুমি অনেক দূরে,
হারিয়ে সুদূরে,
নতুন গল্পের, নতুন চরিত্রে মাতোয়ারা।
আর আমি তোমার অপেক্ষায় দিশেহারা।।-
9 JAN 2023 AT 17:42
অলীক তুমি
দুঃখের মত স্পষ্ট
তোমার নেশায় ডুব দিয়েছি
পেরিয়ে অতল কষ্ট।
-