সেদিন বলে ছিলে আমায়,
তুমি শুধু আমারি রবে
পৃথিবীর সবকিছু ছেড়ে দিলেও
আমায় না ছেড়ে যাবে।
তবে আজ, কোথায় সেই তুমি,
কার হৃদয়ে এখন আটকা পড়ে গেছ,
সব কিছু ভুলে না গিয়ে
আজ শুধু আমায় ভুলে গেছ,
বলো প্রিয়,
কি দোষ ছিল আমার
তুমি আমায় ছেড়ে গেলে,
বুকে তীক্ষ্ণ কাঠির আঘাত রেখে
আমার,, নিষ্পাপ স্পন্দন টা থামিয়ে দিলে।
-
দেখতে ভারী সুন্দর তুমি,
মিষ্টি তোমার হাসি।
কারণে-অকারণে পা পিছলে বারবার,
আমি শুধু তোমার হাসিতেই ফাঁসি।
-
ভেবেছিলাম ভুলে যাব তোমায়
নিজেকে জড়িয়ে নেব এক অন্য মায়ায়
কিন্তু, আমি বৃথা আজ সেই প্রচেষ্টায়
কারণ, আমার শরীরের প্রতিটা অঙ্গই যেন তোমাতে মিলায়.....-
খুঁজি তোমায় রোজ ভোরের কাছে
দাও হে দেখা একটু সাজে
ফুরিয়ে গেলে এ সময় কোথায়
তোমায় পাব আলিঙ্গনে।
তুমি বরং জেদিই বেশি
উঠে পড়ো রোজ ভোরের কোলে
শান্ত মিঠে কল্পনা আমার
মিশিয়ে দিয়ে কোলাহলে।
বল রোজ আমায় এবার ছাড়,
জালিও না আর ভালোবেসে আরো,
একটু আমায় দাওগো সুযোগ
অনুভব করি মিঠে আলো।
অভিমান করে আমি বলি তখন
ভালোই বাসো না তুমি আমায় এখন।
যাও গো, মিছে যাও
সবুজ প্রেম কোরাও
নরম বুকের ভিতর ঘরে
তারেই জায়গা দাও ।
কি বা আসে যায় , মরি, বাঁচি
তোমার বিরহে কান্নাকাটি
হারিয়ে গেলে খুঁজো না আমায়,
নিভিয়ে গেলে জীবন বাতি।
স্বপ্নেও তখন আসব না আর
করতে তোমার খুনসুটি।
শুনে একথা মারলে আমায়,
বসালে গালে নরম হাতটি
হাউ হাউ করে কাঁদতে কাঁদতে
ভাসিয়ে দিয়ে নদীর তীরটি।
শক্ত করে জড়িয়ে ধরে
বললে আমায় করুন সুরে
"কক্ষনো আমি যাব তোমায়, তুমিও যেওনা আমায় ছেড়ে।" (মানব দে)
-
যে আকাশে তোমায় রাখি, শব্দের অগোচরে
সে আকাশ একলা আমার, মায়ায় থাকে ভরে।
কালো জমে আজ মেঘ করেছে, বৃষ্টি ছিটে ফোঁটা —
তবে কি সে কাঁদছে আজও, নীরব হয়ে একা?
ভুলিনি প্রিয়, এখনও আমি, তোমায় খুঁজি রোজ,
স্মৃতি জমা এই বুকের বাঁ পাশটা, আজও নেই তোমার খোঁজ।
দূর হতে আজ বহু দূরে, চলে গেছ তুমি আমায় ছেড়ে,
কাঁদলে নীরব তুমি আমার, সইতে পারি না ব্যাথা।
বলো প্রিয়, আমি কী করে থাকি একা?
রোজ আকাশের নীলাভ হয়ে, ফিরে যেও তুমি আমায় ছুঁয়ে,
আবার ক্লান্তি শেষে দেখা দিও, দূর আকাশের তারা হয়ে।
আমি রইবো তোমার অপেক্ষায়।
-
বর্ণ নেই বাঁধি শব্দ কিসে
শব্দ নেই বাঁধি ছন্দ কিসে
ছন্দ নেই বাঁধি আর বাদ্য কিসে।-
Kya kahu teri khub shurti per
Tu alag hi hai iss jamane se
Main tujhe duniya se khub shurat bol du agar
To chand bhi jalne lage ga tujhse.-
If you ever call me with your heart, you can trust me I will come right back to you.
-
আমি হলাম সর্ব হাটের তুই হলে সর্ব হাটের কাঁঠালি কলা সর্ব হাটের কাঁঠালি
কলা, আমি হলাম
হনুমান প্রসাদ ব্যান্ডবালা-
আঁকিব আমি তোমায় আমার
রঙ বেরঙের রঙে
পরবে ধরা চিএ তোমার
রঙ তুলির ফ্রেমে।
দেখিব আমি দুচোখ ভরে
মায়ায় ভরা মুখটি
সর্ব শান্তির আধার যেন
তোমারি ওই চোখ দুটি।
-