Maloy Dutta   (Maloy Dutta)
100 Followers · 96 Following

9564355255
Joined 14 September 2017


9564355255
Joined 14 September 2017
24 MAR 2022 AT 0:57


বাস্তবএটাই:
বেইমানরা কখনো অনুতপ্ত হয়না।
স্বার্থপরেরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করেনা।
আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয়না।
— % &

-


30 NOV 2021 AT 23:10

জীবনের সুখ সম্ভোগ করতে হলে,
আগে সম্পত্তি দেখো তারপর সম্পর্ক!

আমি কিন্তূ বিপরীতে চলি!

-


23 NOV 2021 AT 0:46

পড়ে যাওয়া মানুষটাকে কিন্তূ সবাই অবহেলা করে,
অথচ কোনও একসময়ে তার ছড়ানো টাকা তেই তারা সবাই খেলা করে ছিলো!

-


10 NOV 2021 AT 0:07

একমাত্র Discipline এই অনেক পথ পার করে নিয়ে যাবে;
Motivation তো শুধুই সান্ত্বনা আর স্বপ্ন দেখাবে!

-


9 OCT 2021 AT 17:14

শুধু স্বার্থের কথা ভেবে সম্পর্ক শেষ হয়,
নইলে প্রেমের পরিণতি তো পঞ্চভূত এই বিলীন হয়!

-


6 OCT 2021 AT 22:40

আমারটা সবথেকে ভালো আমিই বুঝি;
তারপরেও তারাই বোঝাতে আসে যারা আমারটা বোঝেনা!

-


27 SEP 2021 AT 23:51

অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে ভাবতাম;
কিন্তূ বর্তমান যে মেরে ফেলতে পারে,
এটা কখনও ভেবে দেখিনি!

-


14 SEP 2021 AT 23:06

অন্যের চোখে তোমার জীবনটা যেরকম,
তোমার নিজের চোখে কিন্তু তোমার জীবনটা সেকরম না!
তাই নিজের জীবন নিজের মতো করে বাঁচো!

-


14 SEP 2021 AT 22:54

ভাগ্য/কপাল বলে কিছুই নেই;
কারণ মানুষ সফল তার ব্যর্থ সময়ের পরেই হয়!

-


10 SEP 2021 AT 17:38

জীবনে যেদিন হারানোর আর কিছুই থাকবে না,
সেদিন থেকেই তুমি পেতে শুরু করবে!

-


Fetching Maloy Dutta Quotes