20 NOV 2017 AT 23:44

চাঁদনী রাতে
আরো কাছাকাছি এসো প্রিয়
রাত যত গভীর হবে
আমায় তুমি আপন করে নিও
আমাদের দেখে তারারা সব
হাসছে মিটিমিটি
গাছের ফাঁকে হাসছে বসে
বেঙ্গমা বেঙ্গমী
চাঁদ হেসে কয়
আমার সবটুকু আলো দিয়ে
দেবো আজ তোদের ভরিয়ে

-