পায়ের নীচে এক টুকরো মাটি পেলে
মাথার ওপর এক টুকরো মুক্ত আকাশ পাওয়া যায়!!-
যদি কখনো হারিয়ে যাই দূরে
আমার নামে একটা গাছ রেখো
বারান্দার ঐ কোণে!!
যেদিন প্রথম ফুটবে তাতে কলি
আদর করে যত্ন নিও
বলবে ভালবাসি
তুমি তো জানো হলুদ গোলাপ
আমার বড্ডো প্রিয়!!-
আজ ও সে পথ চায়
তার ফেরার অপেক্ষায়
পড়ন্ত সেই গোধূলি বেলায়
পেরিয়েছে দীর্ঘ সময়
জীবন তরীর শেষ সীমানায়
দাড়িয়ে আছে একাকী অসহায়
মন বারেবার প্রশ্ন করে হায়!!
এক জনমে সব কি পাওয়া যায়?
তাইতো এই দীর্ঘ প্রতীক্ষার
ধৈর্য্যচ্যুতি ঘটছে বোধহয় 😌-
সময় এলে সবাই কেই একদিন যেতে হয়
কিন্তু, সেই সময়টা অসময়ে এলে
যন্ত্রণার তীব্রতাটা অনেক গুন বেড়ে যায়।
আমরা সময়কে মূল্য দি না
কিন্তু, সময় আমাদের মূল্য নির্ধারণ করে।।-
বয়স বাড়লে সম্পর্কের বাঁধন গুলো
কেমন আলগা হতে থাকে 😔
সময় হলে মুঠো আলগা করতেই হয়
ধরে রাখা যায় না কিছুই
মুক্ত করতে হয় সব বন্ধন
পাখিরা যেমন শেকল নয়
আকাশের মত বিশাল আশ্রয় চায়!!-
কার লাগি মন উদাস রে তোর
কিসের তরে এতো ব্যাকুলতা!!!!
খুঁজে দেখ তোর মনের কোঠায়
পেয়ে যাবি ভালো থাকার জাদু কাঠি!!💗-
বুঝলে প্রিয়,
চোখের ভাষা পড়তে পারলে
শব্দের ভাষার প্রয়োজন হয় না 🌻-
আমার একটা পুরো জীবন চাই না
তোমার সাথে যতটা কাটাতে পারবো
ঠিক ততটুকুই জীবন চাই!!
তোমার সাথে আমি জীবনের
শেষ সূর্যাস্তটা দেখতে চাই!!
-
পাতায় পরা বৃষ্টির
শেষ বিন্দু কে জিজ্ঞেস করো
একাকীত্ব কারে কয়!!
জীবন টা একার
তবু আমরা একাকীত্বকে ভয় পাই!!-