এই মনে নেওয়া থেকে মানিয়ে নেওয়াটা...
আমাদের Maturity এর Upgrade মাত্র ।।-
আকাশে যখন কালো মেঘ তার প্রলয় নাচে মত্ত
ঠিকানাহীন কিছু মানুষ তখন উৎকন্ঠায় নিমজ্জিত,
প্রকৃতির এই ধ্বংস লীলায় আমার শহর আজ ক্লান্ত...
দুর্দিনের এ প্রহর কাটিয়ে পৃথিবী আবার হবে শান্ত।।-
তোমার স্তব্ধ শহর জুড়ে আবারও প্রেম নামুক...
অভিমানী মনে ফিরে আসুক অভিযোগের সেই বেহায়া নেশা;
মনখারাপি আর ইনসোমনিয়ার দ্বন্দ্বে আজও বেঁচে থাকুক...
তোমার নির্ভেজাল অ স মা প্ত ভালোবাসা ।।-
আজ বিশ্ব জুড়ে এক বিষাক্ত মহামারী,
বদ্ধ দুয়ারের আস্তানায় মন যেন বিবাগী ।
ঠিকানাহীন গল্পের শহর শুধু চ্যাটিংবক্সে...
দুটি মুখোশ আবারও মুখোমুখির আগ্রহে।।
-
সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব তো তোর-আমার দুজনেরই ...
আঙুলে আঙুল রেখে তোকে সারাটা জীবন আগলে রাখার ভার না হয় আমার,
তুই শুধু আমার খামখেয়ালী গুলো সামলে নিস,আর সমস্ত রাগ অভিমানের ঊর্ধ্বে এসে বলিস...
"বড্ড ভালবাসি"।।-
যতটা গভীরে হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবি না...
বুঝে নিস, ততটা ভা ল বা সি ।।-
যতটা চোখ বুজলে অন্ধকারের সীমানা ছাড়িয়ে আর কিছুই দেখতে পাবি না;
ঠিক ততটা বিশ্বাস রাখিস।।-
Not every tear is real...
Some of them may be crocodile tears!!
THINK before you BELIEVE.-
মনের অজান্তে যদিও ভালবাসা যায়...
তবে ভালবেসেও কখনো কখনো মন পাওয়া দায়!
অকারণ অজুহাত নিয়ে যেখানে তোমার অযথা ডাকাডাকি ;
সেই শহরে বসেই আমি প্রেম আঁকি।।
-