এসেছিলে শালুকের বেশে
কচুরিপানায় ভেসে,
এক হৃদয় জলে বৈঠা টেনে
দেখা হলো অবশেষে।।-
Mainak Ghosh
(মৈনাক)
9 Followers · 19 Following
Joined 29 September 2020
13 APR 2021 AT 13:11
27 DEC 2020 AT 21:50
শব্দেরা আজ নিশ্চুপ
অগোছালো প্রয়োজন
তোমার সুখে সুখী আজ
এক দুঃখ বিলাসী মন।।-
29 NOV 2020 AT 19:32
পাড়ি দেবো হাজার ক্রোশ
শেষ বিন্দু পর্যন্ত,
প্রিয়তমা,তোমার জন্য
শীতেও সাজাই বসন্ত।।-
23 NOV 2020 AT 23:26
- কি বলবো বল?
বলে দেওয়া শব্দগুলো,
ছুঁয়ে থাকুক তোমার অনুভূতি।
একদিন নিঃশ্বাস শেষ হয়ে যাবে,
কিন্তু শব্দেরা রয়ে যাবে।
তাদের রেখো কোনো ভোরে,
অথবা রাতের আকাঙ্ক্ষা আড়ালে।।-
21 NOV 2020 AT 17:44
লুটায় সৃঙ্গার,আকুল পাথার
শুকায় অশ্রু রাধার মনে
জমিল বাস্প, নামিল আঁধার
সেই কথা কি কৃষ্ণ জানে।।-
20 NOV 2020 AT 16:55
ছেড়ে যাক যত ধুলোমাখা স্মৃতিরা
মুখাগ্নি করে অতীতের,
সুর হোক নতুন বাঁচার মন্দিরা।।-
20 NOV 2020 AT 11:54
তখন তুমি চিরহরিৎ,
তখন তুমি নিরক্ষীয়।
পর্ণমোচীর ঝরা পাতায়,
দাবানলের ছোঁয়া দিয়ো।।-
19 NOV 2020 AT 12:52
দায়িত্বটা যে নিতেই হবে
সম্বল মান- হুঁশ
কঠিন ত্বকে,কোমল হৃদয়
নামটি তাহার পুরুষ।।-