8 JAN 2018 AT 10:51

মাধবীলতা

আমি মাধবীলতা,
তোমাকে সারা অঙ্গ দিয়ে
জড়িয়ে ধরে বিকশিত হতে চাই,
তুমি আমার দৃঢ় অবলম্বন।
তোমার অঙ্গ হতে
আমি নেব জীবনের সুধারস।
তার পর আমার সুরভিত
পুষ্প রাশি নিয়ে আমি যখন
রানী হয়ে উঠবো,
তুমি আমাকে দুচোখ ভরে দেখবে,
কৌতুক কটাক্ষে আমি মৃদু হেসে
আরো একটু জড়িয়ে নেব তোমায়।
এবার আমি জয়ী হবো।
আর পারবেনা আমাকে
দূরে সরিয়ে দিতে।
কেমন শাস্তি?
বলো দেখি!
আমি তোমার মাধবীলতা............
13.12.2017
মহাশ্বেতা

-