Had been trapped for so long...!!
Now it’s time to be freed from such toxicity...!!
I was so much addicted to the toxicity, that I forgot the sweetness of life....
Now it’s time to let it go, and live life peacefully....
-
And I love every type of Art.
"Without Art there's no E'art'h!... read more
যে যতোটুকুর যোগ্য তাকে ততোটুকুই গুরুত্ব দেওয়া উচিৎ।
যোগ্যতার চেয়ে বেশী গুরুত্ব পেলে মানুষ অবহেলাই করে।
-
যে সম্পর্কে ভবিষ্যৎ বলতে,
শুধু মিথ্যে আশ্বাসই বাকি আছে,
সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়।
-
ভুল যদি এক আধ বার হয় সেটা ক্ষমার যোগ্য,
কিন্তু ভুল বারবার করতে থাকলে
সেটা আর ভুল থাকে না,
পাপে পরিনত হয়।
-
Songs are the best Remedy to Heal any kind of Wounds which has Broken your Soul....
-
Kuch Rishto ka Duaao mein hona
zaroor likha hota hain,
Lekin Mukaddar mein hona
nahi likha hota hain!
-
আমি আর লিখি না,
ছেড়েছি লেখার অবভ্যেস,
এক সময় লিখে মন হাল্কা হতো, তাই লিখতাম।
এখন এমন এক মানসিক স্থিতি তে আটকে যেখানে বলে, লিখে বা অন্য কোনো কিছু করেই আমার মানসিক যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়।
তাই এখন আর লিখি না।
-
আঁধার রাতে নিশ্চুপে থাকে, যেন একলা এক তারা,
আঁখির কোনায় অশ্রু ঝরে, সে হৃদয়-হারা।
তার অভিমানে আকাশ ভাঙে, হৃদয় ডোবে অথৈ জলে,
আকাশ পানে তাকিয়ে ভাবে, আকাশ যদি কথা বলে।
কতো কথাই বলার আছে, শোনার নেই কেউ,
বলতে গিয়ে ফুঁপিয়ে ওঠে, মনে ব্যাকুল ঢেউ।
প্রবল ঝড়ে খড়কুটো বেয়ে, একরাশ শুন্যতার মাঝে,
একলা আকাশের একলা তারা আজও বেঁচে আছে।
-
We all need a person who could be our
support system....!!
And when we get them we often hold on to them so tight that
at some point they feel like
they are being straggled to death...!!!
So we should always remember that
each and everyone of us
need space as much as we need moral support..!!
-