মাছুম নজরুল ইসলাম   (মাছুম নজরুল ইসলাম)
103 Followers · 2 Following

read more
Joined 3 July 2018


read more
Joined 3 July 2018

খুব যত্নে রাখা হৃদয় গোলাপ গুলো
খুব বেশি কাটার আঘাত দেয়,
যত্নহীন বন জুঁই ফুল রাস্তার পাশে ফুটে
গভীর রাতে সুঘ্রাণ বিলিয়ে দেয় ।

-



এক রহস্যময় চোরাবালি
যেন তাহার ঐ দুটি মায়া চোখ
উঠিতে চেয়ে আরও ডুবে মরি
ঐ মায়ায় মোর নিপাৎ না হোক।

-



ছুরমার হয়ে ভেঙে যায় ক্ষতবিক্ষত দেয়ালটাও
"আঘাতের সীমা" যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়
সহজ সরল শান্ত জলের ন্যায় মানুষের মনটা ও
একটা সময় নিজের কাছেই অপরিচিত হয়ে যায়।

-



তুমি উড়তে থাকো, পাখি, বৃষ্টি,মেঘমালা,রংধনু পুরো আকাশ টাই তোমার হবে,
একবার ডানা ভেংগে পড়ে যাও মাটিতে থাকা পিপড়া ও তোমায় দলবেঁধে খাবে।

-



কুয়াশা মেখেছে ভোর
হয়ে ও হলো না দ্বিপ্রহর
চারিদিকে কৃত্রিম আলো
আমিই কেবল অগোছালো,

ধৈর্যের বাঁধ আজ হচ্ছে নড়বড়ে
কি জানি কি হয় এই অজনা ঝড়ে
অন্ধকারে পথ হারাতে নাহি চাই
স্রষ্টা যদি তোমার পূর্ণ রহমত পাই

ওই সূর্যের কিছু আলো
আমার গায়ে ও লাগুক
আমি ছেড়ে দেবো বাকি সব
যত ব্যাথা হৃদয়ে জাগুক।

-




বাস্তবতায় আমি ভিন্ন দেখি
বিবেকের তাড়নায় ভিন্ন লিখি,
সমাজের চোখে হয়তোবা তাই,
আমি ঘৃণ্যতার চবি আাকিঁ,

সবাই দেখে যেখানে বন্ধন,
সঠিক কিংবা নকল
আমি খুজে পাই সেথা গোপন
স্বার্থপরতার শিকল

আমি বাস্তবতায় আবেগের বুলিতে,
আর মায়ার মিথ্যে তুলিতে
পেয়েছি বহু অগনিত অংকন,
স্বজন কিংবা দুর্জনের ঝুলিতে

হেঁটেছি বহুদূর আমি কোলাহলপূর্ণ শহরে
কিংবা সহজ সরল গ্রামের পথ ধরে
কেঁদেছি গোপনে আর গভীর নিশিতে
কাদিয়েছে বিনা দোষে দোষী করে

টিকিয়ে রাখতে বন্ধন নেমেছি
পৌঁষের সকালে উদাম গতরে পুকুরে,
বিনিময়ে অশ্লীল নৃত্য নেচেছে তারা
কোনও এক দুপুরে, দু-পায়ে স্ব-নুপুরে।

-



প্রভাতের শিশিরে খালি পায়ের স্নিগ্ধ ছোয়ায়
মনে করায় কিছু নস্টালজিক স্মৃতি

অবেলার রোদে কিছু তিক্ত অনুভূতি ও ছিলো
ছিলো ধৈর্যের বাধেঁ কাকড়ার সংক্রমণের ক্ষতি,

হারিয়েছো, চলে গেছে দূর থেকে আরো বহু দূরে
বিকেলের সূর্য যাওয়ার ও আগে আরও আগে,

লাগে মনে, লাগে হৃদয়ে,লাগে ভীষণ ভাবে লাগে
স্মৃতির পোকারা যখন রাত্রি নিশীথে মস্তিষ্কে জাগে,

কঠিন অন্ধকারে রাত থেকে নিশি রাতের ভয়ংকরে
হয়েছি বোধহয় আজ স্মৃতিতে"তোমার মুখোমুখি"

সময়ের ব্যবধানে সময়ের কাছে,তুমি আমি দুজনেই
হয়ে গেছি হায় আকাশ-মাটি ব্যবধান দুঃখি।

-



হীরা খন্ডের সৌন্দর্যময় বৃষ্টি (তুষারপাত) ও বর্ষিত হওয়ার পূর্বে জানত না?
মুহূর্তেই সৌন্দর্যের তৃষ্ণা মিটে গেলে সে ও সবার বিরক্তির কারণ হবে।

-



কথা ছিল এক "হেমন্ত" পর্যন্ত অপেক্ষা
মাঝে কয়েক যুগ কেটে গেলো
কথা শুধু কথাতেই রয়ে গেলো
আজও শরৎ এলেই শুরু হয় প্রতীক্ষা।

-



নস্যাৎ হয় যদি তোর ফেরার পথ
জীবনের বিপরীতে বয়ে স্রোত
পিঞ্জিরায় সীমাবদ্ধ সব আলো
রবের প্রতি ধৈর্যই তোর সব ভালো।

-


Fetching মাছুম নজরুল ইসলাম Quotes