Love Xpress   (RS Lover)
1 Followers · 4 Following

Youtuber students
Joined 6 January 2022


Youtuber students
Joined 6 January 2022
2 APR 2022 AT 11:11

যা হয়েছে তা ভালোই হয়েছে
যা হচ্ছে তা ভালোই হয়েছে
যা হবে তা ভালোই হবে
তোমার কি হারিয়েছে, যে তুমি কাদছো?
তুমি কি নিয়ে এসেছিলে,যে তুমি কাদছো?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকে নিয়েছো।
যা দিয়েছো এখানেই দিয়েছো।
তোমার যা আছে, তা কাল অন্য কারোর ছিলো
পর্সু সেটা অন্য কারো হবে।

# পরিবর্তনই সংসারের নিয়ম!
# #RS Lover

-


1 FEB 2022 AT 22:10

আমি হঠাৎ শুনলাম কেউ আমার
কানেকানে তোমার কথা বলছে,
তাকিয়ে দেখলাম কেউ নেই!
তার পর আম্মি বুজলাম....
ওটা তো আমার হৃদয় বলেছে:
I miss you

-


26 JAN 2022 AT 8:06

জীবন কে খুঁজতে গিয়ে
তোমাকে পেয়েছি,নিজেকে
ভালোবাসতে গিয়ে তোমার
প্রেমে পড়েছি,জানতাম না
কাকে বলে ভালো,
ভালোবাসা শিখিয়েছ তুমি।......

-


21 JAN 2022 AT 21:40

সিনেমার" নায়ক বিয়ে করলে
বই শেষ হয় "আর"
আমরা বিয়ে করলে
সিনেমা চালু হয়।

কি আজব তাইনা......

-


16 JAN 2022 AT 18:51

ভালোবাসা মানে,
রাস্তায় হাটতে হাটতে
তার কথা ভেবে নিজের
অজান্তেই হেসে ওটা

-


13 JAN 2022 AT 23:03

RS Lover

-


13 JAN 2022 AT 13:28





RS Lover

-


9 JAN 2022 AT 7:57

গোলাপ ফুল তুলতে গিয়ে
হাতে ফুটলো কাটা,
বন্ধুর কথা মনে পরলে
প্রাণে লাগে ব্যাথা!
চা আছে চিনি নেই
খেতে কেমন লাগে,
বিছানা তে তুমি নেই
শুইতে কেমন লাগে!
জলে যখন নেমেছি
মাছ তখন ধরবো,
ভালো যখন বেসেছি
বিয়ে তখন করবো!!

RS Lover

-


8 JAN 2022 AT 11:48

ও সাথী রে
তুমি ছাড়া ভালো লাগেনা।
তুমি যে আমারি
শুধু যে আমারি,
চিরদিন পাশে থাকো না!
ওই চোখে চেয়ে
নাও দেখি তুমি,
ছবি করে তোমায়
রেখেছি আমি!!

RS Lover.

-


7 JAN 2022 AT 19:09

মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো!
হৃদয় মাঝে ছোট্ট করে
আমার ছবি আকো!
সপ্ন গুলো দিলাম তাতে
আরো দিলাম আশা'
মনের মতো সাজিয়ে নিও
আমার ভালবাসা!!

RS Lover

-


Fetching Love Xpress Quotes