যা হয়েছে তা ভালোই হয়েছে
যা হচ্ছে তা ভালোই হয়েছে
যা হবে তা ভালোই হবে
তোমার কি হারিয়েছে, যে তুমি কাদছো?
তুমি কি নিয়ে এসেছিলে,যে তুমি কাদছো?
তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকে নিয়েছো।
যা দিয়েছো এখানেই দিয়েছো।
তোমার যা আছে, তা কাল অন্য কারোর ছিলো
পর্সু সেটা অন্য কারো হবে।
# পরিবর্তনই সংসারের নিয়ম!
# #RS Lover-
আমি হঠাৎ শুনলাম কেউ আমার
কানেকানে তোমার কথা বলছে,
তাকিয়ে দেখলাম কেউ নেই!
তার পর আম্মি বুজলাম....
ওটা তো আমার হৃদয় বলেছে:
I miss you-
জীবন কে খুঁজতে গিয়ে
তোমাকে পেয়েছি,নিজেকে
ভালোবাসতে গিয়ে তোমার
প্রেমে পড়েছি,জানতাম না
কাকে বলে ভালো,
ভালোবাসা শিখিয়েছ তুমি।......-
সিনেমার" নায়ক বিয়ে করলে
বই শেষ হয় "আর"
আমরা বিয়ে করলে
সিনেমা চালু হয়।
কি আজব তাইনা......
-
ভালোবাসা মানে,
রাস্তায় হাটতে হাটতে
তার কথা ভেবে নিজের
অজান্তেই হেসে ওটা-
গোলাপ ফুল তুলতে গিয়ে
হাতে ফুটলো কাটা,
বন্ধুর কথা মনে পরলে
প্রাণে লাগে ব্যাথা!
চা আছে চিনি নেই
খেতে কেমন লাগে,
বিছানা তে তুমি নেই
শুইতে কেমন লাগে!
জলে যখন নেমেছি
মাছ তখন ধরবো,
ভালো যখন বেসেছি
বিয়ে তখন করবো!!
RS Lover-
ও সাথী রে
তুমি ছাড়া ভালো লাগেনা।
তুমি যে আমারি
শুধু যে আমারি,
চিরদিন পাশে থাকো না!
ওই চোখে চেয়ে
নাও দেখি তুমি,
ছবি করে তোমায়
রেখেছি আমি!!
RS Lover.-
মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো!
হৃদয় মাঝে ছোট্ট করে
আমার ছবি আকো!
সপ্ন গুলো দিলাম তাতে
আরো দিলাম আশা'
মনের মতো সাজিয়ে নিও
আমার ভালবাসা!!
RS Lover-