সেই মেয়েটাই অবাধ চঞ্চল
মাতিয়ে রাখে সারা পাড়া,
লোহার বেড়ি আলতা পায়ে;সাধ্যি কার?
প্রেমিক তাই আজ সে লক্ষীছাড়া।
আর তুমি বল লজ্জা পাই
কাকে? পুরুষকে......!
চেয়ে দেখবে সেই মেয়েটাকে একবার
শরীরে তার এখন তীব্র জ্বালা।-
রাস্তা হারিয়ে আমি আজ হয়েছি দিশেহারা,
বলতে কি পারো তুমি কোথায় আমার ঠিকানা।
না থাক! লাগবে না ওই ঠিকানা।
ওখানে তো যেতে হলে
যেতে হবে সেই গলিতে।
যেখানে আমার বুকভরা ভালোবাসা
আর আত্মসম্মান লুটোপুটি খাচ্ছে ধূলিতে।
আজ আমি শুধু রাস্তা ভালোবাসি
নেই তাড়া কোনো সিট ধরবার
ভিড় বাসে ঠেসাঠেসি।
যাব না তো আমি আর ওই বাড়ি
এখন তো আমি রাস্তা থেকে কুড়িয়েও
খেতে পারি.......... ।
-
জল আর মাটি বেশ মাখামাখি
তারপর সব কাদা কাদা ।
তুমি কোনোদিন ছিলে না আমার
সব ছিল এক নাটকীয় প্রেমকথা।
ব্যবহার যদি করতেই হত
আমায় তবে করলি কেনো?
ইমানের গায়ে লাগিয়ে দাগ,
আজ তুই খুব খুশি তো .....।
জানি প্রতারণা এখন তোর স্বভাব ,তাই
নেই তোর কাছে অজুহাতের অভাব।-
শ্রাবণ আসেনি ,তখনও আমার পাড়ায়
তবুও তোমার পাড়া জুড়ে শুধুই মেঘের ঘনঘটা।
বধূ সেজে তুমি শৃঙ্গার লাল-টিপে
এখন অন্য করোর, আমার স্মৃতিছটা।
জ্যোৎস্না ভেজা রাত ভীষন একা, আমি সাথীহারা।
বোবা কান্না চেপে ধরে নির্মম,
আমি মৃত্যু শয্যায় , আমি আজ দিশাহারা।
হলাম ই বা প্রাক্তন- তাতে কিবা আশে যায়
ভালোবাসা কি শধুই সিঁথির সিঁদুরে পরিনতা পায়।
ভালোবাসা সেতো থাকে অন্তরে অন্তরে ........
" সিঁথিতে নয় স্মৃতিতেই....... ।"
-
আকর্ষণের কাছে কিছুটা নিরুপায়,
ইচ্ছা অনিচ্ছায় মন ভয় পায়।
মিথ্যে প্রতিশ্রুতির যুক্তাক্ষরে
সম্পর্ক, জ্ঞান, কর্তব্য, দায়িত্ব
সব ক্ষনিকের জন্য উধাও হয়।
ভালোবাসায় সব সেরাটা দাও, তবু
নিজের জন্য কিছুটা বাঁচিয়ে রেখো
ভালোবাসা চলে গেলে যাতে,
আবার বাঁচতে শেখো।
শব্দ বিদ্বেষীর আবির্ভাবে
হারিয়ে গেছে প্রিয় কবিতা ....
নিভে গেছে পথের সব বাতি .... ।
ভালো কি বেসেছিলে তুমিও?
তাইতো প্রেমের ওই নীল উপন্যাসের
উপসংহারে, বদনাম হয়ে আছি ..... ।-
তোমার ওই মায়াবী চোখ বলে
অনেক না বলা কথা, তুমি যে
আমার ছিলে না সেও জানিয়েছে
কঠিন এই বাস্তবতা।
তোমাকে তো পাইনি আমি .....
তবে ব্যর্থ কি আমার ভালোবাসা?
রাধা তো কৃষ্ণের মনে ছিল
ভাগ্যে ছিল কই?
তুমি তো বেশ ভালোই আছো .....
তবে স্মৃতির এই দগ্ধ জ্বালায়,
ব্যর্থ আমি কই........?-
নইবা হল সাথে বেঁচে থাকা,
হাতে হাত রাখা।
তবুও তো রূপকথা বাঁচে
মনে একা একা।
ভিজে ঠিক যাবে চোখ,
মনে হবে, ফের রোজই দেখা হোক
তবুও অল্প দূরেই থেকো।
মায়া কেটে গেলে,
অভ্যাসও বদলে যাবে।
দুজন চেনা মানুষ তখন অচেনা হয়ে রবে।-
শূণ্যতাই যদি না থাকে
তবে ভরাট করব কেন?
প্রয়োজনের বেশি যা হবে
উপচে পড়বে জেনো।
ব্যাকুলতা যদি মনের না হয়
ইচ্ছেগুলো থেমে থাকাই ভালো।
হলেও হয়, না হলেও হয় যখন
কিছু বাকি রয়ে যাওয়াই ভালো।
নতুন যা -নতুন থাকাই ভালো
পুরোনো ধূলো সরাতে পারলে
সম্পর্ক হয় আরও দৃঢ়।-
জানি দেখা হবে
জানি দেখা হবে কোনো একদিন
কোনো এক নতুন ভোরে,
দেখা হবে এক অন্য পরিচয়ে
কোনো এক অন্য শহরে।
তখন তুমি অন্য কারোর
হয়েছে জীবন সাথী
আমার আমি একলা ভীষণ
কল্পনাতে ঘিরে বাঁচি।
অপূর্ণ থাক ইচ্ছা কিছু, কিছু মনের ভাব
এ জন্মে না হয়, না পাওয়াই থাক
পরের জন্মে তো পাবো
বাঁচবো আমায় ঘিরে
ফিরবো আমি মানুষ হয়ে
তোমার ওই গলিতে।-
আজ আমি একলা, সঙ্গীহীন।
চলেছি মরুভূমির এক নিথর পথে
সামান্য নির্জনতার খোঁজে।
চলতে চলতে আমি আজ ক্লান্ত ,তাইতো
গভীর নিদ্রায় মগ্ন হয়ে
ভেসে চলেছি দূর্গম বাস্তবতার পথে,
যদি কোনোদিন জেগে ওঠো
তোমার ওই স্বপ্নের মায়াজাল থেকে,
জানবে তুমিই ছিলে সেই কারন
যার জন্য আমি গিয়েছি ওই পথে ....... ।
-Arnab
-