আজও তোকে বলতে চাওয়া
কত কথার মৃত্যু ব্যাকস্পেস এর পেষণে।
আজও না বলতে পারা কথা গুলো
আবদ্ধ অভিমানের কবরে ।।
-
আজ যারা তার সাথে আছে
তারাই থাকুক সঙ্গে ।
আমি নাহয় থাকবো কোনো এক
ছাইচাপা নির্বাক অতীত নামক গল্পে ।।
🌼🍂🌼-
Some Ungraceful Incident Gives You the Opportunity to Feel some Upstanding Gracious Endeared Black Memories ...
🖤🖤🖤-
কাটছে যত দিন ,
রাত্রিগুলো হচ্ছে আরও নিদ্রাহীন,
মেঘের কোণে হাসছো তুমি পরীর মতন ।
হাজার সুখের মাঝেও সবই অর্থহীন
ব্যার্থ আমি মেটাতে তোমার সেই ঋণ ।
হাসছি আমি প্রতিনিয়ত -
কিন্তুু কজন জানে , হাসতে থাকা
আমার আমিত্ব , তোমার সাথেই সমাধিস্থ ।।-
I Love Her
But
I Don't Love Her
I'm not Jealous for Her love
But
I'm Jealous with the Jealousy of Others, Want to Get HER Love
🖤😌🖤😊
-
Hum Sudhar Nahi Sakte ,
Block Kijiye
Ya Fir Khud Badnaam
Ho Jaiyee ...
🤟😌🖤💪-
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরণের তলে
না ছুঁয়ে তোমাকে ছোঁব ,
ফেরাবো না,
পোড়াবো হিমেল অনলে ...
-