......
-
ভেবেছিলাম খারাপ সময়ে তুমি আমার হাত ধরবে শক্ত করে।
তবে আফসোস..... আমি এটা ভুলে গিয়েছিলাম
তোমার আর আমার মধ্যে আছে এক
কল্পনা নামক অদৃশ্য দেওয়াল।
যা তোমাকে আর আমাকে এক হয়ে দেই না।।।-
তোমার প্রতি আমার অনুভূতি ও ভালোবাসা
এত গভীর ভাবেই বর্ণনা করবো।
যখন কেউ সেটা পড়বে,
তখন সে , তোমাকে সন্ধান করবে,
তুমি বাস্তব, না কল্পনা।
ও তার মনে তোমাকে এক ঝলক দেখবার
তীব্র আখাঙ্খা জাগবে.....
-
সময়টা কিরকম তাই না।
কতজন আসবে এবং
তোমার দেখে পছন্দ করবে।
তার পর, একজন তোমাকে তার বাসায় নিয়ে যাবে।
আর আমি তোমাকে না দেখেই
পছন্দ করে নিয়েছিলাম.....
-
আমি এমন একজনকে ভালোবাসি।
জার, আমাকে পেতেও যেমন
আকাঙ্ক্ষা নেই
আমাকে হারাতেও তেমন তার দ্বিধা নেই....
-
অনেক প্রেম অপ্রকাশ্য থেকে যায়
অনেক মানুষ তার প্রিয় মানুষটিকে পাই না
তাকে নিয়ে দেখা স্বপ্ন স্বপ্নই থেকে জাই।
অনেক সময় প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর জন্য ভালোবাসাকে গোপনে ই রাখতে হয়।
তবে আমি তাকে পাই বা না পাই তাকে আড়ালেই ভালোবেসে যাবো ।।-
কান্না পাচ্ছে ??
কেঁদে ফেলি মন খুলে কাদো।
তবে সবার সামনে না।
একা এক ঘরে আয়নার সামনে কাদ,
কান্না শেষ করে চোখ না মুছেই
সেই আয়নার দিকে দেখো,
যখন সে ছিলনা তোমার জীবনে
তুমি কত খুশিই না ছিলে।
চলো আজও হাসো খুব হাসো মন খুলে হাসো
সে আর তোমার জীবনে নেই এই ভেবে।
আজ কেও নেই তোমাকে কষ্ট দেওয়ার মতো এটি ভেবে।।।-
হটাৎ যদি দেখা হয়ে যায় সেই চেনা পথে
তাকিও না আর আমার দিকে।
সেদিন আর করোনা ভালোবাসা পাওয়ার আশা।
তুমি করেছো সব তছনছ
খেলেছো আমার ভালোবাসা নিয়ে,
ভেঙেছ মন,
যে মনে ছিল তোমার স্থান।
পাবেনা আর সেই স্থান।।-
সবাই বলে ভালোবাসা নাকি
মন দেখে হয়
তবে বাস্তব কি জানো?
রূপ আর টাকার মাধ্যমে
তোমার মন দেখা হয়।-
চলো না আবার নতুন করে গড়ে তুলি
আমাদের মধ্যে থাকা সেই পুরোনো ভালোবাসা,
আমি ভুলে যাবো তোমার সব অতীত
আর তুমিও ভুলিয়ে দিও আমার অতীত।
চলনা আবার নতুন করে শুরু করি
এক নতুন পথ চলা।
যে পথে থাকবে সীমাহীন ভালোবাসা।।।-