জানিনা, আমি একা কেবল কেমন করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে? শুধু তোমার ট্রেন আসার অপেক্ষায়।
কোথাও কোনো ভয় নেই। পরের ট্রেনে উঠে পড়লাম সবকিছু উপেক্ষা করে।।
অপেক্ষা আর উপেক্ষা দুটোই বড় সাংঘাতিক।-
কি দরকার ছিল ডায়েরীর পাতা উল্টে পুরোনো শুকনো মরা গোলাপের দিকে তাকানোর??
তাকে আবার আস্তে আস্তে সতেজ করলে কি এভাবে আবার মুচড়ে ফেলার জন্যে??-
একা হাতে সবকিছু ধ্বংস করে আজ ভিক্ষুক বানিয়ে ছেড়েছ।
আজ আছি হয়ত, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে।-
ফিরলে উষ্ণতা এনো,
তোমার ফেরার অপেক্ষায় আজও শীত আঁচল পেতে।
শীত থাকলেই যে তোমারও প্রয়োজন এই বিশ্বে।-
পাল্টেছে সময়।
মিথ্যে দিয়ে শুরু হলে কোনকিছু,
পরে সেই জিনিস যে আর টিকে থাকে না।
হিসেবের খাতায় রয়েছে পরে অল্প কিছু টুকিটাকি।
-
ডায়েরীর শেষ পাতা জুড়ে আমরা জমিয়ে রাখি কিছু আবেগ, অনুভূতি।
আর মিথ্যে প্রতিশ্রুতির কিছু হিজিবিজি আঁচড় কাটা গল্প।
-
কিছু স্মৃতির গহ্বরে তলিয়ে থাকা মানুষটাকে অবচেতন মনে খুঁজতে থাকি, মনে হয় সেই সুখ স্মৃতিরা নয় বর্তমানেও বসে আছি তারই মুখোমুখি।
-
তুমি বলেছিলে, ভালোবাসা পাপ না। তবু ভালবাসতে গেলে কেন পাপের ভাগীদার হতে হয়??
-
পাতা উল্টে দেখ কেমন আছি বসে, ফিরে পাওয়া ষোলআনায়।
সাদরে গ্রহণ করি 2025 এর নতুন ছোঁয়া❤️-