Lipika Roy Basu   (✍️লিপি)
51 Followers · 61 Following

একটা মন কেমন করা হারিয়ে যাওয়া দিন, ছিলো এক ঝুম বৃষ্টির হারিয়ে যাওয়া সন্ধ্যে।
Joined 20 May 2021


একটা মন কেমন করা হারিয়ে যাওয়া দিন, ছিলো এক ঝুম বৃষ্টির হারিয়ে যাওয়া সন্ধ্যে।
Joined 20 May 2021
23 FEB AT 22:01

জানিনা, আমি একা কেবল কেমন করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে? শুধু তোমার ট্রেন আসার অপেক্ষায়।
কোথাও কোনো ভয় নেই। পরের ট্রেনে উঠে পড়লাম সবকিছু উপেক্ষা করে।।
অপেক্ষা আর উপেক্ষা দুটোই বড় সাংঘাতিক।

-


2 FEB AT 21:39

কি দরকার ছিল ডায়েরীর পাতা উল্টে পুরোনো শুকনো মরা গোলাপের দিকে তাকানোর??
তাকে আবার আস্তে আস্তে সতেজ করলে কি এভাবে আবার মুচড়ে ফেলার জন্যে??

-


9 JAN AT 8:59

একা হাতে সবকিছু ধ্বংস করে আজ ভিক্ষুক বানিয়ে ছেড়েছ।
আজ আছি হয়ত, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে।

-


9 JAN AT 8:41

ফিরলে উষ্ণতা এনো,
তোমার ফেরার অপেক্ষায় আজও শীত আঁচল পেতে।
শীত থাকলেই যে তোমারও প্রয়োজন এই বিশ্বে।

-


8 JAN AT 19:20

পাল্টেছে সময়।
মিথ্যে দিয়ে শুরু হলে কোনকিছু,
পরে সেই জিনিস যে আর টিকে থাকে না।
হিসেবের খাতায় রয়েছে পরে অল্প কিছু টুকিটাকি।

-


7 JAN AT 20:26

ডায়েরীর শেষ পাতা জুড়ে আমরা জমিয়ে রাখি কিছু আবেগ, অনুভূতি।
আর মিথ্যে প্রতিশ্রুতির কিছু হিজিবিজি আঁচড় কাটা গল্প।

-


7 JAN AT 20:20

কিছু স্মৃতির গহ্বরে তলিয়ে থাকা মানুষটাকে অবচেতন মনে খুঁজতে থাকি, মনে হয় সেই সুখ স্মৃতিরা নয় বর্তমানেও বসে আছি তারই মুখোমুখি।

-


4 JAN AT 8:50

প্রকৃতির সাজ সেজে ওঠে যেমন,
মনের আনন্দের আত্মকথাও সেজে ওঠে।

-


4 JAN AT 8:45

তুমি বলেছিলে, ভালোবাসা পাপ না। তবু ভালবাসতে গেলে কেন পাপের ভাগীদার হতে হয়??

-


1 JAN AT 0:12

পাতা উল্টে দেখ কেমন আছি বসে, ফিরে পাওয়া ষোলআনায়।

সাদরে গ্রহণ করি 2025 এর নতুন ছোঁয়া❤️

-


Fetching Lipika Roy Basu Quotes