অন্য কোনও দেশে,অন্য কোনও বেশে
আজি হারিয়ে যেতে চাই।
হারিয়ে যেতে চাই সেই দিকহারা অচিনপুরে,
কল্পনারা যেথা পাতাল ফোঁড়ে।।-
... read more
ব্যস্ত হয়ে বাড়ি ফিরতে গেলে,
কবিতাদের ডাক।
একগুচ্ছ ধুলো মেখে
ভাবনাগুলো দাঁড়িয়ে আছে,
নিঃস্ব হয়ে।
অন্ধকারের মতো দলা পাকানো কত কথা,
জমে আছে ওদের দেশে।-
স্বপ্ন
ভেঙে যায়
নির্বাক ছলনায়,
আমি
ভেঙে পড়ি
জল দুফোঁটা জানালায়।-
স্বপ্নমাখা বাস্তবের একটা পথ বেয়ে চলছিলাম।
হঠাৎ করে কি যেন নেমে আসল শিরদাঁড়া বেয়ে।
থমকে যাওয়ার অভ্যাসটা নেই,
সোজা পথ বেয়ে চলতেও পারিনা আর।
অভ্যাসগুলো ধরা দিয়ে বসলো,
পরিমরি করে উঠে দাঁড়াল কোন এক অজুহাত।
অন্ধকার রাত্রিটা মেনে নিতে না পেরে,
চোখ বুজলাম,
তৈরি হল মরণফাঁদ।।-
হঠাৎ করে কুয়াশার মতো নেমে এসো,
হ্যাঁ! ফাগুনের কুয়াশা হয়ে।
ধুলোর ঝড়ে এক নিমেষে উধাও হব,
মনকেমনের জানালা বেয়ে।।-
অতীত থেকে ঢু মেরে,
একটুকরো নতুন চেনা।
আসলে সব মনের খেলা,
সত্যিটা যে আনমনা।।
-
Putting down the beer glass
Go through the miles away,
Though about ruining ur life,
How I become more and more
shameless for you,
But....
Who cares
Nobody is mine,
nobody will be mine!-
এই যে তুমি আকাশের দিকে তাকিয়ে আছ,
কখনও ভেবেছ আকাশটা কি ভাবছে?
গাছ,পালা, মাটি, ঘটি
সব ক্যামন যেন ফিকে হয়ে আছে।
খয়েরি আলো জ্বালছে কে যেন,
দূরে!!
ঐ দূরে...
আমার আর মাটির দিকে তাকানো হল না,
আমি চললাম আকাশের দিকে।।-
ভালোবাসা মাখা গল্প
শুধু তুমি আর আমি,
এ পথ যে বড় অল্প।
হেরে যাওয়াতেই শেষ,
তোমায় ছাড়া জীবনের,
কাটবেনা যে রেশ।
তুমি হারিয়ে যাওয়া পথিক হোয়ো,
আমি??
তোমার ভালোবাসার রূপকথায়
হারিয়ে যাবো।।
-
ও যে আলো নয়,
হারিয়ে যাওয়া অন্ধকার,
টানেলের চাপা গোঙানিতে
বদ্ধ হয়ে উঠুক দগ্ধ অন্ধকার গুলো,
উল্লাসের উৎস সন্ধানে
জ্বলে উঠুক না জ্বলা বাতিগুলো।।
-