লবঙ্গ ফুল :)   (sʜʀᴇʏᴀ sɪɴʜᴀ)
138 Followers · 167 Following

read more
Joined 5 January 2021


read more
Joined 5 January 2021

সংসার মানে আকালেও হাত ধরে থাকা ।
মন্বন্তরের দিনগুলোও কাঁধে কাঁধ রেখে শান্তিতে ঘুমানো ।
সংসার মানে বুকের ক্ষত আলগা করে ' স্বামী ' নিঃসৃত শ্বাস নেওয়া ।
যেই শ্বাসে ঈশ্বরের উপলব্ধি থাকে ।
পতি পরম দেবতা ।

-



পৃথিবীতে ডাইনোসর নেই আর । ওসব বিলুপ্ত ডাইনোসর মানুষের মস্তিষ্কের শিরা উপশিরার ওপর দখল নিয়েছে ।
ওদের প্রভাবেই সমস্ত আনন্দ রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে ক্রমশ।
আর্দ্রতা একমাত্র ঈশ্বরসাধনায় ।

-



মনের মধ্যে যেসব ভুঁড়ি ভুঁড়ি চেতনা ওসব ভগবান । ওদেরকে শুদ্ধ করতে হয় । আকাঙ্ক্ষাতে জড়াতে নেই । ভুলবশত ওদের আকাঙ্খায় জড়িয়ে ফেললে ওরা আবার ফিকে হয়ে যায় । ওদের শক্তি কমে যায় ।

-



আত্মীয় তত্ত্ব ( ক্যাপশনে পড়ুন )

-



মনের কুষ্ঠ ( ক্যাপশনে পড়ুন )

-



কাউকে ভালোবেসে নিজেকে এতটাও ক্ষয় কোরোনা যাতে নিজের ভৌগোলিক চেতনাই হারিয়ে যায় ।
ভিতরে নক্ষত্রদের ফুটতে দাও ।
দেখবে , একসময় অন্ধকার নিভে যাবে ।
কোনো অযোগ্য মানবের জন্য হৃদয় সংকুচিত করে দিও না ।
হৃদয় খুলে রাখো , হৃদয়ের ক্ষত সারাতে জোনাকি প্রবেশ করবে ।

-



ঠিক কোনখানে ?
আঘাত আজো শঙ্খের মতো বাজে ?
ঠিক কোনখানে লবন জমাট বাঁধতে বাঁধতে চোখের কলে জং ধরেছে ?
বুকের মানচিত্রের ঠিক কতটা জায়গা টকটকে লাল ক্ষত ?
তা আজো আমার অনুমেয় নয় ।
ক্রমশ অবশ হয়ে আছি ।
আঘাতে আঘাতে বিলীন হয়ে গেছে চেতনার বীজ।

-


28 DEC 2024 AT 0:12

একটা কঠিনতম যুদ্ধ ( ক্যাপশনে পড়ুন )

-


28 DEC 2024 AT 0:02

নিঃস্ব ( ক্যাপশনে পড়ুন )

-


27 DEC 2024 AT 23:52

হৃদয়ের ভিতর কাঁকড়ার দংশন উপশম হয়েছে কখনো ?
হৃদয়ের গভীর থেকে গভীরতর মাটি উর্বর হয়েছে কখনো ?
নাকি ভালোবাসায় আঘাত পেয়ে ধ্বংসাত্মক বুকের রক্তপিণ্ডের মালা গাঁথতে গাঁথতে নিজেকেই ধ্বংস করে ফেলছি প্রতিমুহূর্তে ?

-


Fetching লবঙ্গ ফুল :) Quotes