ইচ্ছাতরী⛵   (লক্ষীকান্ত✍)
463 Followers · 122 Following

Joined 10 May 2020


Joined 10 May 2020

मैं सबकी कल्पनाओं को महसूस करता हूॅ । मुझे फिर से कागज़ के फूल पसंद आ रहे हैं , मुझे ऐसा नहीं लग रहा कि मैं सातवीं पीढ़ी की तपस्या की सुबह में हूॅ । मैं सचमुच प्रेमी राजा के राज में पागल सा महसूस करता हूॅ । मैं अपने अनमोल दिल को तुड़वाना चाहता हूॅ ।

- लक्षीकान्त ✍️

-



नवोन्मेषी प्रयास शाश्वत होते हैॅ ।
शब्दकोश परिभाषा एक एहसास , एक विचार ,
एक सोच , दिल का स्पर्श । पसंद-नापसंद प्रकृति के नियमों के अनुसार होती हैं । मेरा प्यार और खुशी, ज़िंदगी की उम्मीद, सब तुम्हारी कहानियां हौ ।

- लक्षीकान्त ✍️

-



সবি মনের ভুল কাব্য
কবিতা গল্পগাঁথা
প্রেম ভালোবাসা রোজ ।

ফোটে ফুল ঝরে পাতা
হৃদয় ছুঁয়ে বেলাভুমি ।

পানকৌড়ি মাছরাঙা
দেয় যে ডুব
মাপে জলের গভীরতা ।

প্রিয়ার বেশে প্রিয় এলে
প্রতি দিন রাতের শেষে ।

-



ধর্ম তে হও বীর কর্ম তে
পরিশ্রম দিন মজুরে
সবি বাদলা মেঘে দৃষ্টিসুখ ।

চোখের পলকে
এলোমেলো যে পাড়ায় ।

তুমিআমি সেই সাগরে ডুবেমরি
ভাষায় মুক্তো ভরা ঝিনুকে
সকাল বিকাল প্রেমে ।

তোমার অনুভূতি ফুল
সবারই ভালোলাগা ভালোবাসা ।

-



তোমার আমার হৃদয়
ঘুড়ির আমেজ পূজোয় ,
শহর কলকাতা ।

চান বাঁধানো ঘাটৈর
কিশলয় নুয়ে সেথা ,
আকাশ প্রেমে শিহরণ ।

জলকাদা প্রাণের সর্গ
আজি মর্ত্য পাতালে চুমি ,
দেব দেবীর স্বর্গ লোক ।

-



স্বচ্ছ হীরকদ্যুতি
আলোরই রোশনা ।

আলোয় আলোময়
ইচ্ছাশক্তি মনেরই ,
প্রতিভা শৈশবের প্রতীকী ।

বিন্দু থেকে সিন্ধু গড়ার লক্ষ্য
অন্ধকারে পিছিয়ে পরা মানুষের ।

-



শব্দে অলংকার ভূষণ নারী
উপবনে সৃষ্টি দুহিতা ,
ধরিত্রী মায়ের সর্গ এমন ।

কল্পতরু বৃক্ষ সমাদৃত যে,
আরণ্যক বিশ্বব্যাপী ।

কিশলয় ভোর কলরব
প্রতিদিনই জুঁইশাখে ,
আনকো আলোর পাতায় উন্মেলিত ।

সবারই ভাবনা প্রেমী
মন কল্পনা আমার অনুভব ,
অনুভূতি ফুল দেওয়া নেওয়া ।

-লক্ষীকান্ত ✍️

-



ঠিক ভুলের প্রশ্ন উত্তরে সবি
চাওয়া পাওয়া মন ক্ষণিকের ,
প্রিয়তমা আর প্রেয়সী ।

গল্প উপন্যাসে হাওয়ার মতোই
ভেসে বেড়ানো তুমিই আমি কবিতাধিকারের ।

-



সবি অভ্যাসে আবার
গোলাপী আভায় রাঙালো ,
ঠোঁট প্রতিমুহুর্তে ।

স্পর্ধা হারায় মেঘের কাছে ,
রোদবৃষ্টি আকাশ গুমরে ।

দক্ষ আর দক্ষতা
এক অভিন্ন ভাবনা তোমার ,
উৎকণ্ঠায় ব্যাকুল যখন ।

চাওয়া পাওয়া রোজনামচা
সকাল বিকালের প্রেমী ,
সময় অবসরে ।

ভারত নাট্যম কথাকলি নৃত্যের ,
স্বয়ংবর শোভা যে চরণ ধ্বনি ।

-



যতোটা কঠিন ততটা নরম ,
নারকেলে জল যেমনটা তুমি ।

সকল জীবন দর্শনে
দার্শনিক ভাবনা কল্পনা ,
বিচার বুদ্ধি সময়োপযোগী ।

-


Fetching ইচ্ছাতরী⛵ Quotes