ভিড়ের মাঝে মিলিয়ে গেলো
কতো চেনা মুখ,
এক নিমেষে ঘুচিয়ে দিলো
নির্ভরতার সুখ।-
#emotional
#creative
#notWriter
#but
#expressionist
একজন বললো নতুন কিছু লেখা ... read more
আমার গানের কবি
প্রাণের কবি,
বিশ্বকবি-
ছিলেন, আছেন, থাকবেন
আমাদের সকলের মনে-প্রাণে-গানে.....
"তোমার মুক্তি আলোয় আলোয়"
২৫ শে বৈশাখ, ১৪২৯-
আমার ফেলে আসা ছেঁড়া পাতা
কুড়িয়ে নিতে বার বার ফিরে যাই
পুরোনো বাড়িতে।
ধুলো পড়া আলমারি, পাল্লা ভাঙা ফাঁকে
উঁকি মেরে দেখি -
আজও লেগে আছে চোর কাঁটা
তোমার দেওয়া সাধের নীল শাড়িতে।।-
আমি হাসতে পারি,
কষ্টের ওজন বইতে বইতে
ঝুঁকে পড়লেও
আমি হাসতে পারি।
দুঃখের গপ্পো শুনিয়ে
সহানুভূতি আদায় করাটা
আমার অভ্যেস নয়।
আমি নিজেকে সহজেই
তুলে ধরি না।
আমাকে বোঝাটা গুরুত্বপূর্ণ নয়।
ভালো থাকলেই হলো!-
তুমি রোজ অফিস থেকে যখন বাড়ি ফিরবে -
দুটো লাল গোলাপের কুড়ি নিয়ে,
দরজা খুলেই প্রথমে জড়িয়ে ধরবো!
তুমিও হাত রাখবে আমার মাথায় - আলতো করে,
আহা, এত প্রেম আগে তো কখনো পাইনি!
-
কখনো কখনো সামান্য স্পর্শেও মানুষ সম্পূর্ণ হয়!
আর আমি তো ডুবে গেছি,
তোমার ঐ প্রতিদানের দৃষ্টিতে।
এভাবেই আমায় পূর্ণ করো বার বার।
এতে তোমার কোনো বিরাম নেই,
কোনো বিতৃষ্ণা নেই।
আছে শুধু অগাধ গৌরব,
অগাধ ভালোবাসা।-
আট কপালের মানুষ গুলোর স্বপ্ন দেখা বারণ,
দিনের শেষে বাড়ি ফেরাই বেঁচে থাকার কারণ।-
স্বপ্ন আমার পূর্ণ হলো,
অচিন পাখি আকাশ ছুঁলো।
মেঘ জমেছে মনের কোণে,
শ্রাবণ হয়ে ঝরে গেল।।
-
ভিড়ের মাঝে জীবন খোঁজা বারণ-
আবেগ গুলোই একা থাকার কারণ,
বলতে পারি হাজার কথা তবে-
তোমার সাথে দেখা যেদিন হবে,
ঠোটের মধ্যে আঙুল চেপে রাখি-
ইচ্ছেগুলো গল্প দিয়ে ঢাকি,
এমন তো নয় তুমি আমার হবে-
তবে..........
তোমায় নিয়ে কাব্য লেখা যাবে!-