লাবণ্য Reha   (লাবণ্য_(রেহা) ❤️)
240 Followers · 131 Following

read more
Joined 3 August 2017


read more
Joined 3 August 2017
9 MAY 2023 AT 18:50

ভিড়ের মাঝে মিলিয়ে গেলো
কতো চেনা মুখ,
এক নিমেষে ঘুচিয়ে দিলো
নির্ভরতার সুখ।

-


8 MAY 2023 AT 22:07

আমার গানের কবি
প্রাণের কবি,
বিশ্বকবি-
ছিলেন, আছেন, থাকবেন
আমাদের সকলের মনে-প্রাণে-গানে.....
"তোমার মুক্তি আলোয় আলোয়"
২৫ শে বৈশাখ, ১৪২৯

-


7 MAY 2023 AT 16:57

আমার ফেলে আসা ছেঁড়া পাতা
কুড়িয়ে নিতে বার বার ফিরে যাই
পুরোনো বাড়িতে।
ধুলো পড়া আলমারি, পাল্লা ভাঙা ফাঁকে
উঁকি মেরে দেখি -
আজও লেগে আছে চোর কাঁটা
তোমার দেওয়া সাধের নীল শাড়িতে।।

-


21 SEP 2021 AT 0:43

আমি হাসতে পারি,
কষ্টের ওজন বইতে বইতে
ঝুঁকে পড়লেও
আমি হাসতে পারি।
দুঃখের গপ্পো শুনিয়ে
সহানুভূতি আদায় করাটা
আমার অভ্যেস নয়।
আমি নিজেকে সহজেই
তুলে ধরি না।
আমাকে বোঝাটা গুরুত্বপূর্ণ নয়।
ভালো থাকলেই হলো!

-


7 SEP 2021 AT 23:21

তুমি রোজ অফিস থেকে যখন বাড়ি ফিরবে -
দুটো লাল গোলাপের কুড়ি নিয়ে,
দরজা খুলেই প্রথমে জড়িয়ে ধরবো!
তুমিও হাত রাখবে আমার মাথায় - আলতো করে,
আহা, এত প্রেম আগে তো কখনো পাইনি!

-


7 SEP 2021 AT 2:59

কখনো কখনো সামান্য স্পর্শেও মানুষ সম্পূর্ণ হয়!
আর আমি তো ডুবে গেছি,
তোমার ঐ প্রতিদানের দৃষ্টিতে।
এভাবেই আমায় পূর্ণ করো বার বার।
এতে তোমার কোনো বিরাম নেই,
কোনো বিতৃষ্ণা নেই।
আছে শুধু অগাধ গৌরব,
অগাধ ভালোবাসা।

-


3 SEP 2021 AT 19:54

আমার গল্পে বিষাদ কেনো আসে!
গল্প ক্যাপশনে

-


3 SEP 2021 AT 18:12

স্বপ্ন আমার পূর্ণ হলো,
অচিন পাখি আকাশ ছুঁলো।
মেঘ জমেছে মনের কোণে,
শ্রাবণ হয়ে ঝরে গেল।।

-


3 SEP 2021 AT 13:31

ভিড়ের মাঝে জীবন খোঁজা বারণ-

আবেগ গুলোই একা থাকার কারণ,
বলতে পারি হাজার কথা তবে-
তোমার সাথে দেখা যেদিন হবে,
ঠোটের মধ্যে আঙুল চেপে রাখি-
ইচ্ছেগুলো গল্প দিয়ে ঢাকি,
এমন তো নয় তুমি আমার হবে-
তবে..........
তোমায় নিয়ে কাব্য লেখা যাবে!

-


1 SEP 2021 AT 20:01

মনে পড়ে সেই ছোট বেলার
ম্যাজিক ম্যাজিক খেলা ?
তোর দুহাত, মধ্যিখানে আমার হাত,
লাল উলে বাধা!
আমি তো চাইতাম ই যে তুই হেরে যা,
আর আমার হাত বার বার বেঁধে যাক তোর হাতে।
এভাবেই তো আগলে রেখেছিলি আমার মনটা,
কিন্তু তারপর.........
আর কটা দিন অপেক্ষা করা যেতো না?
খুব তাড়াতাড়ি পুরনো হয়ে গিয়েছিল তোর সাধের ম্যাজিক খেলা...
আমি আজও এক আছি!
তোর শেষের ছেঁড়া লাল উল টা আজও
মানি ব্যাগে নিয়ে ঘুরি!


-


Fetching লাবণ্য Reha Quotes