Kuntal Bhattacharjee  
9 Followers · 3 Following

Joined 11 January 2019


Joined 11 January 2019
15 OCT 2023 AT 23:31

ভালোবাসা হেরে গেছে জিতেছে অনুভূতি,
হৃদয়ের জেতার খেলা জিতেছে শরীর!

না ছুঁয়েও ভালোবাসা যায় সেটা একতরফা প্রেমেই হয়,
কবিরা শুধু হেরেই যায়,
খাতার পাতায় না পাওয়ার বেদনারা শুধু জন্ম নেয়!!

-


2 JUL 2023 AT 11:46

অভিনয়ের এই দুনিয়াতে আমরা সবাই এক শিল্পী,
মুখোশ পরে বাঁচি রোজ, মানুষ জাতটা আজব সৃষ্টি |

বেঈমান পায় প্রকৃত সন্মান, ঠগিনী হয় সতী!
মিথ্যা চাদরে মোড়া সমাজ এ এক অনুভূতির জন্য তোলা থাকে শুধুই ক্ষতি!!

-


18 DEC 2022 AT 0:42

ক্ষত আজ শুকিয়ে গিয়ে দাগে পরিণত,
বিষ পানে অভ্যস্ত শরীর, অনুভূতি আজ মৃত |

স্মৃতিরা আজ নিতান্তই মিথ্যে,
জীবন্ত লাশ বাঁচে জীবন নামক কবরে ||

-


20 NOV 2022 AT 9:35

একটি খুনের আজ বর্ষপূর্তি,
খুনের প্রমান মুছে দিয়ে জগৎ সাজিয়েছে সেই খুনী!

জীবন্ত লাশ আজও বাঁচে ঘা তার আরো গভীর,
নিকোটিনের বিষে পোড়ে ঠোঁট,
বেঈমানির আগুনে দগ্ধ তার পুরো শরীর!!

-


22 OCT 2022 AT 12:27

দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে,
দেখা হবে হয়তো আবার মৃত্যুর ওপারে!

উত্তরগুলো অজানা যা রয়ে গেছে জানা বাকি,
ডাকবো না আর মেমসাহেব বলে, বলবে কি কারণ চলে যাওয়ার হটাৎ দিয়ে ফাঁকি??

-


25 SEP 2022 AT 14:30

চাওয়া পাওয়ার খেলায় আজ হয়েছি অস্বথামা,
তোর অবহেলা আর উপেক্ষার আঘাতের ক্ষত শুকায়নি আজও,
ভেসে ওঠে চোখে আজও বেঈমানির দলিলনামা |

যে খুন চোখে দেখা যায় সমাজে সেই খুনির হয় সাজা,
যে খুনে রক্ত ঝরে না শুধু মানুষের অনুভূতি মরে যায় সেই খুনী জীবন্ত লাশেদের ওপর দাঁড়িয়ে লেখে নিজের সফরনামা ||

-


25 SEP 2022 AT 10:33

খুশির রোশনাইয়ে ভাসিয়ে দিয়ে তোকে,
অন্ধকারে আমি নিজে হারিয়ে গেলাম |

রাজপ্রাসাদে তোকে সব ভুলে যেতে দেখে,
ছাই হয়ে আজ মৃতদের দেশে মিলিয়ে গেলাম!!

-


24 SEP 2022 AT 17:57

শহরে আজ কাশ ফুলের গন্ধ,
আমার শরীর আজও তোর দিয়ে যাওয়া ক্ষতে দগ্ধ!

খুনের কোনো হয়নি সাজা,
খুঁজে নিয়েছিস তাই অনায়েসেই নতুন রাজা |

অবহেলার চূড়ান্ত বিষ আজও জীবন্ত লাশের সম্বল,

সময়ের দেওয়ালে লেখা রয়েছে তোর বেঈমানির দলিল!

-


1 SEP 2022 AT 10:42

অঞ্জনেরা আজও থাকে বেলা বোসেদের অপেক্ষায়,

বেলা বোসেরা সহজেই ভুলে যায় ঐশ্বর্যের ছটায়!

কত অঞ্জন আজও পোড়ায় ঠোঁট নিকোটিনের বিষে,

বেলা বোসেরা থাকে সুখে অঞ্জনদের জীবিত লাশ দেখে ||

-


24 AUG 2022 AT 22:56

চলো বন্ধু হই চলো হাত বাড়াই,
এসো বিশ্বাসের একটা ব্রিজ বানাই |

এসো একসাথে গড়ি একটা তাজমহল,
যেখানে সম্পর্কটা হোক বন্ধুবৎসল |

জটিলতা কেন মিছে করে আস্ফালন?
বন্ধুত্ব যেখানে ঘটাতে পারে বিস্ফোরণ!

এসো বন্ধুত্বকে বানাই সরল,
আমরা আজ নিঃশেষ করবো অহংকারের গরল |

তুমিও বন্ধু গড়ে তোলো ব্যারিকেড,
অহংকারে আমরা এসো টেনে দি ব্যবচ্ছেদ |

হয়ে যাক এক দীর্ঘজীবী বিপ্লব,
প্রতিটা দিন এসো করে দি যেন এক উৎসব |

আমরা মানবো না হার হোক এই অঙ্গীকার,
জীবনের যুদ্ধে হাতে হাত ধরে ঘৃণাকে করি তিরস্কার |

এই দুনিয়ার যত বস্তা পচা ট্যাবু,
এক লহমায় আমরা আজ করে দেব কাবু |

এসো বন্ধু হই এসো হাত বাড়াই,
এই ব্রিজ ধরে চলো সহস্র জীবন হেঁটে যাই ||

-


Fetching Kuntal Bhattacharjee Quotes