Kunal Porel  
4 Followers · 3 Following

Joined 6 August 2019


Joined 6 August 2019
24 MAY 2021 AT 23:34

হ্যাঁচকা টেনে চুপ করিয়ে ঠোঁটকে বাঁধো আস্কারায়...
এই মেয়ে তোর সংসার হবো যখন তখন নির্দ্বিধায় ।।

-


18 MAR 2021 AT 12:50

Give your heart, a little time to heal
In the meantime,care yourself and chill❤️

-


27 JAN 2021 AT 20:15

বুকপকেটে বেকারত্ব
হাতেহাত ছুঁয়ে গেলে,
মধ্যবিত্ত তাতেই ধনী
পাশে থাকার মানুষ পেলে☺️❤️

-


7 SEP 2020 AT 8:45

মানুষ অকারণেই বেশি চিন্তা করে।
কেননা 'কারণ 'চিন্তা করার সুযোগই দেয় না।

-


16 JUL 2020 AT 14:04

অদ্ভুত একটা তৃপ্তি আছে,
কলম ধরার মধ্যে !
চিৎকারটাও লেখা যায়
সম্পূর্ণ নিঃশব্দে।।

-


6 JUL 2020 AT 23:31

মানছি আমার ভুল অনেক
আমার ঠিক টাও পারলে দেখো
ভালো, খারাপ নিয়েই মানুষ
দুটোই গ্রহণ করতে শেখো।।

-


30 JUN 2020 AT 13:23

সবার কাছ থেকে যেমন আশা করা যায় না, তেমনই
কারোর কাছ থেকে বেশি আশা করাও উচিৎ না।।

-


14 JUN 2020 AT 18:27

প্রিয় মানুষ হারাচ্ছে রোজ
এ বছর টাই যেন অভিশপ্ত,
সেদিন ইরফান আজ সুশান্ত
পৃথিবীও আজ প্রায় ধংসপ্রাপ্ত।।

-


27 MAY 2020 AT 12:35

খুব শীঘ্রই একদিন সকালে জানতে পারবে বেশ
সুখে আছো তুমি, কুনাল চিরতরে শেষ।।।

-


27 MAY 2020 AT 10:46

আমার এই পুরোনো প্রেমের সুতো যে তোমাতে বেঁধে দেওয়া বারণ,
আসলে আর কিছুই না প্রিয়,
তোমার চরিত্রহীনতাই প্রধান কারণ।।

-


Fetching Kunal Porel Quotes