Kunal Mukherjee  
28 Followers · 8 Following

Joined 1 November 2017


Joined 1 November 2017
3 JUL 2022 AT 21:47

তুমি এলে আকাশের রঙধনু রঙ ঢেলে যায়,
তুমি এলে জমে থাকা কালো মেঘ বৃষ্টি ঝরায়,
তুমি এলে প্রেম ঝড়া পাতা গুলো বৃষ্টি ভেজে,
তুমি এলে শ্রাবণ আসে বর্ষা সেজে।

-


10 APR 2022 AT 10:12

মেতে ছিলাম প্রথম দেখার তোর দু চোখের নেশার খেলায়,
তখনও তো তোর আমার হয়নি আলাপ।
হাতটা ধরে হাঁটলি যখন পথটা আমার,
কাছে আসার গল্প লেখে লাল গোলাপ।

-


22 OCT 2021 AT 22:53

নদীর দেশেও খরা আসে, আকাশ জুড়ে মরুভূমির ধু ধু।
নদীর ও কিছু কষ্ট থাকে, নদীর পাড় জানে তা শুধু।

-


28 SEP 2021 AT 22:14

চোখের বৃষ্টি তবু থেমে যায়, অভিমানী মেঘেদের আড়ালে।
যদি সে নীরবে ভালোবাসে, তবে কেন তারে এ জীবনে হারালে?

-


24 MAR 2021 AT 23:41

জেগে থাকা চোখ আর জেগে থাকা আমি,
নিশ্চুপ রাত গুলো আরও বেশি দামী।
যে রাতে গল্প ছিল যে রাতে কেউ দেয়নি সাড়া।
সে রাতের সঙ্গী শুধু একাকী ধ্রুবতারা।

-


28 DEC 2020 AT 21:10

সত্যি মনের মিথ্যে আশায় যদি খুঁজে পাও সীমাহীন ভালোবাসার দিগন্ত।
তবে জেনো প্রেয়সী, শুধু তোমার জন্য বেঁচে নিতে পারি আরও কয়েক শীত বসন্ত।

-


14 DEC 2020 AT 23:46

আমাদের পথটা কোনো দিনই এক ছিল না। এক ছিল শুধু কিছু মূহুর্ত গুলো।

-


5 DEC 2020 AT 22:47

পোড়া ডিজেলের গন্ধ, বিদ্ধ গোলাপের কাঁটা, আমার শুষ্ক গ্ৰে ম‍্যাটার সব ই - তোমায় দিলাম আজ।
শুধু পারিনি দিতে ভালোবাসার ইস্তেহার।

-


26 NOV 2020 AT 20:23

শ্রাবণ ধারায় স্বপন তন্দ্রা যদা ভাসিবে তব চক্ষে।
মলিন সুরে প্রলয় শঙ্খ তদা বাজিবে মোর বক্ষে।

-


20 NOV 2020 AT 21:31

একাকিত্ব যখন মনে বাঁধছে বাসা,
দিন গুলো প্রতিক্ষণে অসুখে ভীষণ জব্দ।
জানবে তখন মৃত্যু মানে দ্রোহের প্রতিশব্দ।

-


Fetching Kunal Mukherjee Quotes