যদি তুমি তোমার ভালবাসার অভ্যাস না হয়ে উঠতে পারো,
তাহলে বুঝবে তোমার ভালবাসায় মস্ত বড় ফাঁক থেকে গেছে।।-
সন্ধ্যে নামার আগে,
রাত বড়ই মায়াবী
আমি ডুবে যাব তার কলঙ্কের দাগে।-
রৌদ্রের ঝলক আসুক, বিশ্বাসের বেশে
আমার দুয়ার খোলা,
গড়ুক প্রেম, ভালোবাসা আজ স্বপ্নের দেশে।-
Attraction always create illusion,
Which destroy anyone, anytime in anywhere
Kubber-
সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়,
ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব! ❤️
সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নিতে হয়
নাহলে পরে দায়িত্বও বোঝা হয়ে যায়।।-
বসে আছি পথ চেয়ে,
সেকালে সেই চিঠি আসবে বলে,
বসে আছি আগমনের গান গেয়ে।
কিন্তু তোমার আকাশে আজ অন্য সুরের আভাস,
সে আকাশ মেঘলা, তাতে আমি রাজি,
তোমার চিঠির বিপরীতে বাতাস,
তোমার জন্য ধরতে পারি আমি শত বাজি।।
-
এক গুপ্ত ছিল কথা
বিশ্বাসের হাতে বিশ্বাসকে দেখা
ধ্বংসের নুড়ি স্তম্ব, প্রেম নগরী ছিল যেথা
যে আকাশে বাঁধল আঁচল, সে আকাশে আজ বড় ব্যাথা-