Krishnendu Adhikary   (words_of_eros)
45 Followers · 22 Following

29th Aug, Taurus, Writer, Lecturer, Moody, Foodie.. Remaining to be continued!
Joined 11 July 2017


29th Aug, Taurus, Writer, Lecturer, Moody, Foodie.. Remaining to be continued!
Joined 11 July 2017
1 AUG 2024 AT 23:44

এই মুঠো বৃষ্টি চেয়েছি ...

মেঘেরা যখন ঝেঁপে আসে জানালায় ,
তখন তোমাকে দেখি যে একঝলক,
ঝলক মানেই অমোঘ অভিজ্ঞান,
তোমার দিকেই যাওয়ার দিকফলক।
আমি তো কেবল তোমার দিকেই যাই
বাতাস আমাকে নেয় যে অন্য দিকে।
এরই মাঝে চলে আষাঢ়ের কারসাজি
হয়ে যাও তুমি ক্রমেই ঝাপসা, ফিকে।

প্রতিবারই ঠিক করে নিই দিক-দিশা
বেহায়া বাতাস কেবলা ঘুরিয়ে দেয়।
যতবারই আমি চেষ্টা করি না কেন
বাতাস আমাকে অন্য দিকেই নেয়।
ফিকে হতে হতে মুছে যাও পুরোপুরি
তখন তোমার পাই না কোনোই দিশা
মেঘমসলিনে ঢেকে যায় অবয়ব
এই আষাঢ়েও বাড়ে চাতকের তৃষা।

-


15 AUG 2022 AT 22:11

পঁচাত্তরের স্বাধীনতা 🇮🇳


স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত,
এ দিবসে সকলের মন খুশিতে উচ্ছ্বসিত !
আমার ভারত হয়েছিল স্বাধীন,
শত শত মুক্তিযোদ্ধার আত্মবলিদান স্মরনে এই দিন।

দেশব্যাপী খুশিতে পাগল, ঘরে ঘরে ওড়ায় জাতীয় পতাকা
স্বাধীন দেশের নাগরিকবোধে মনেতে খুশির রেখা,
দুইশত সাল ফিরিঙ্গীরা সব দেশটাকে নিয়েছে লুটে !
আজ আমার দেশ, আমার কথার মূল্য তো আছে বটে,
আজ আমরা স্বাধীন! স্বাধীন চিন্তা, স্বাধীন মূল্যবোধ
আমাদেরকেই করে যেতে হবে, মুক্তির ঋণ শোধ।

আজ আমরা খুশি স্বতন্ত্রতায়, খুশি নয় সব কাজে !
ভারত আমার এগিয়ে চলুক সাজুক নতুন সাজে ...
সচেতনতায়, আধুনিকতায়, জ্ঞানে আর প্রগতিতে ..
সততায় আর ন্যায়নিষ্ঠায় নাম হোক সারা পৃথিবীতে !
তাই আজ আমরা দৃপ্তকন্ঠে, জয়হিন্দ বলে ফেলি …
কত শহীদের রক্তে দেশের মুক্তি .. কি করে ভুলি!

-


8 AUG 2022 AT 19:08

জীবনে জোড়া কবি ...

এক বৈশাখ থেকে আর এক শ্রাবণ
একে একে জীবনের ধাপ মাপি,
জীবনের আলো মাখানো অনতিপরে
কত বসন্ত পরেও তোমার ছবি আঁকি,
চেতনায় আজও আছো জেগে!
ধরা দিয়েছো আমাদের দুরন্ত মনে,
ভুবন ভরা গানে গানে মেতে উঠি
জীবনের ছন্দ খুঁজে পাই প্রতি পলে
তুমি আমার ভোরের ফোঁটা রবি,
বর্ণে, গন্ধে, ছন্দে.. সকল স্রোতের
জীবন জোড়া কবি।

বারে বারে এঁকে যাই আলো আঁধারে
আমার তুমি কিশোর বেলার ছবি!
কতো কালো রাত কেটে গেছে হাহাকারে,
সে কথা হৃদয়ে বেজে ওঠে বার বার।
তবুও সময় থাকেনি থেমে তারপর
তোমার ক্যামেলিয়ায় ফুল ধরেছে
উজাড় করে বয়ে গেছে শত শত বসন্ত
চাঁপার বনে লুকোচুরির খেলার ছলে
জীবনের প্রথম কিরণের মতো করে
ধরে ফেলেছি তোমার আসল ছবি,
বর্ণে, গন্ধে, ছন্দে.. সকল স্রোতের
জীবন জোড়া কবি।

২২শে শ্রাবণ, ১৪২৯

-


30 JUN 2022 AT 20:38

Drubika, Kashyap and his ONE sided emotion #10

"Unexpressed emotions will never die, just buried alive underneath and will come forth later in uglier ways. Ignorance worries people, knowledge calms people. Ignorance is the cause of sorrow, and knowledge is the cause of joy. The more knowledge you have, the calmer you will be. The more knowledge you have, the better your ability to be at ease. The end of the day seems to me to be the hardest time of all. At the last twilight, all the past in the world comes and settles in the brain. At this dark time, the blooming petals in the trees seem to get upset!"
- As usual Kashyap's emotion continues...

Drubika left with eternal bliss with no sign of return.

( T H E E N D)

words_of_eros

-


28 JUN 2022 AT 19:33


... So far life is like a broken dead engulfed star, we did not get the right to approach the person around us, nor did we get permission to go away. Not submissive, but not forced to call ourself submissive !!!






words_of_eros

-


27 JUN 2022 AT 19:13


Drubika, Kashyap and his ONE sided emotion #9


"I do not dare to forget you,
I can't hold you,
Because love for you is pure..
So love does not take permission, I smile now at the thought of how upset I would have been to be in front of you for a moment and today I was broken by the suddenness of leaving but I didn't break the hope"
- Kashyap's overthinking around his mind


Drubika as usually remain silent.



words_of_eros

-


15 MAR 2020 AT 23:26

Another year of happiness ...

I hope you feel deep in your heart,
As your birthdays come and go,
How very much you mean to me,
More than you can know.
Every one of your birthdays
Is a gift to the rest of us
Who have had the pleasure
Of having you in our lives
For another year...
May the love you have shown to others
Return to you, multiplied,
I wish you the happiest of birthdays
And many, many more...

-


8 MAR 2020 AT 10:41

নারী তুমি ...

আঁধারের মহাকাল পেরিয়ে এসেছি
শীতল আলোর পথে..
আরোহণ করেছি আমি নারীর কোমল রথে।
এ দুনিয়ায় আগমনের পর দেখেছি নারীর মুখ,
যেখানে রয়েছে আমার প্রাণ এ দেহ, শান্তি, সুখ...
নারী সেতো মহা আনন্দ জীবন চলার কালে,
ভালবাসায় সিক্ত জীবন তারই ছায়া তলে।
পৃথিবীতে মহাস্বর্গ মহৎ কর্ম যত...
নারী ছাড়া অপূর্ণ সব ব্যর্থতার মত।

এ অচলায় এগিয়ে যেতে শিখিয়েছ তুমি নারী,
তার প্রেরণার রশ্মি ধরেই পথ চলিতে পারি..
বিন্দু থেকে সিন্ধুপানে, গৃহ থেকে ত্রিভূবনে,
উড়িয়েছে তার বিজয় নিশান
বার বার দিয়েছ নারী, নিজ যোগ্যতার প্রমাণ।
জননী হয়ে গড়েছো জীবন, রমনী হয়ে সাজাও
দৃষ্টি চরাচরে, হৃদয় অগোচরে, সৃষ্টির গান গাও...

-


15 DEC 2019 AT 23:41

Think... Think.. But don't OVER THINK !!


Thinking too much leads to paralysis by analysis,
You can overthink a small problem or challenge
Until it looks like an undefeatable monster,
Or overthink something positive in your life
Until it doesn’t look so positive anymore.

Overthinking is a torturous endeavor..
Dear young minds, dont try to find
All the pieces that will solve the puzzle,
Try tocontrol your thoughts
Rather talk to yourself,
Convince yourself It's unreasonable.
Try to think positive
At any condition
And ask yourself,
What’s one good thing about this situation?





© words_of_eros || Instagram

-


11 DEC 2019 AT 14:02

We Are All BAD In Someone's Story...


It's like everyone tells a story
About themselves inside their own head,
Always.. All the time.
That story makes you what you are..
We build ourselves out of that story.
There is no greater agony than
Bearing an untold story inside you.

I wanted a perfect ending.
Now I've learned, the hard way,
That some poems don't rhyme,
And some stories don't have
A clear beginning, Middle, and end.
Sometimes you'll forget precisely what
Happened, but if a story touches you
It'll stay with you, haunting the places
In your mind that you rarely ever visit.

We were the people who were
Not in the papers..
We lived in the blank white spaces,
At the edges of print,
It gave us more freedom,
We lived in the gaps
Between the stories. . .

-


Fetching Krishnendu Adhikary Quotes