এখনো অপেক্ষা করি তোমার সময়ে
একরাশ বুক ভরা আশা নিয়ে
তুমি আমাকে ফোন করবে বলে
দেখি তোমার সময় পার হয় ধীরে ধীরে
কাঁচের মত আমার মন তখন ভেঙ্গে পরে
নয়ন আমার ভাসে অশ্রুজলে-
আজকে তোমাকে স্বপ্নে দেখা আমার ভীষন মানা
তবুও দু চোখে বৃষ্টি আসে বুক ফাটা বোবা কান্না-
ভুলটা সত্যি আমারই ছিলো
অনেকটা ভালোবেসে ফেলা তোমাকে
তবে তুমি যদি সত্যিটা বলে দাও
ছেড়ে দেবো ভালো মনটাকে
পাল্টে নেব কালো মনের সাথে-
আমি হারিয়ে গিয়ে ছিলাম, তোমার অবহেলার শহরে। কতো যে কেঁদেছি তোমার জন্য সে হিসাব করলে তোমার মন খারাপ হয়ে যাবে অজান্তেই! তবুও দিন শেষে অভিযোগ করার সুযোগ পাইনি এই ছোট জীবনে।
-
যদি পারো
সত্যি একবার ফোন কোরো
কিছু কথা জমা আছে বুকে
শেষ বারের মতো শুনে নিও
তারপর যদি চাও চলে যেতে
আটকাবো না আমি আর
শত কষ্ট হোক
সবটাই থাকবে আমার একার-
তোমাকে ছাড়া ভালো থাকার অভ্যাস যদি একবার তৈরি করতে পারি
যুগ যুগ পার করে দেবো, তাও কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না আর-
আজ এক খুশির দিন
অপেক্ষা হবে ক্ষীণ
আবার করবে ও ফোন
তার জন্য চঞ্চল এই মন-
তুমি কি সার্থপর হয়ে গেলে
না কোনো খবর দিলে
না ভালো আছো জানালে
না আমাকে ভুলে গেলে-
তুমি আনন্দে আছো
মনে নেই আমার কথা
তোমার আনন্দ কারবো না
আমি সইবো সব ব্যথা-