যারা ইগোতে অন্ধ তাদের সামনে আয়না ধরাও এক ধরনের মুর্খামি।
-
জীবনের উথান পতনে মনুষ্যত্ব আর ডিগ্রির দ্বন্দ চলতেই থাকে। কেউ হারে কেউ জেতে।
-
যারা তোমাকে মূল্য দিতে চায় যদি সুযোগ থাকে তাদের মূল্য দিও। দেখবে জীবনের পথটা সুগম হবে। শুভ বিজয়া
-
যেসব মানুষ ইচ্ছা করেই তোমার খুশি কেড়ে নিতে চায় তাদের থেকে সাবধান হও। যে তোমাকে ভুল বুঝে সরে যেতে চায় সে কখনোই তোমার কাছে ছিল না। কাছে থাকা র অভিনয় করেছিল।
-
প্রযুক্তির যুগে তুমি আমি খুব কাছাকাছি
কেবল মনের দূরত্ব টা যাচ্ছে বেড়ে।
আকাশই জানে বৃষ্টির ঠিকানা,
তবু রঙ বদলায় প্রতি পলে।
মাথা উঁচু করে চেনাপথে চলতে গিয়ে
যখন মাথা ঠেকে যায়,আঘাত লাগে
অসময়ে বৃষ্টি নামে,
তখন বুঝতে পারি, বড়ো হয়ে গেছি।-
যে সম্পর্ক কেবলমাত্র প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠে , প্রয়োজন ফুরালে তা তো একদিন হারিয়ে যাবেই।
-
আকাশে মেঘ জমে,সাদা অথবা ধূসর,
বৃষ্টি হয়, বিদ্যুতের জৌলুসে
কখনো বা গর্জে ওঠে, ভীষন প্রতিবাদে,
আবার রামধনুর সাতরঙে মেতে ওঠে উৎসবে,
আর গোধূলির রক্তিমে পরম উদারতা।
কখনো নির্মল নীলিমায় সমূহ প্রশান্তি।
এমনই কত কিছু নিত্য খেলা মনের আকাশে।
-