Krishna Karmakar   (Krishna)
9 Followers · 5 Following

লিখতে আমার ভালো লাগে।
লিখছি আমি তাই । 🖋
Joined 29 December 2019


লিখতে আমার ভালো লাগে।
লিখছি আমি তাই । 🖋
Joined 29 December 2019
6 DEC 2021 AT 7:52

যার কাছে তোমার মূল্য নেই
সে তোমার ভালবাসা deserve করে না।

-


5 DEC 2021 AT 20:02

এই পৃথিবীতে বাঁচাতে গেল সার্থপর হতেই হবে।

-


6 AUG 2021 AT 10:08

আজ অন্ধকার খুব প্রিয় মনে হয়।

না নিজেকে আড়াল করার জন্য না

অন্ধকারে নিজের অস্তিত্ব খুঁজে পাবার জন্য। 🖤🖤🖤🖤

-


15 MAY 2021 AT 6:59

আমি তোকে প্রিয়জন করতে চেয়েছিলাম, প্রয়োয়ন নয়।

-


2 MAY 2021 AT 7:51

Sorry
It's have that power to change some one mood

-


29 JUL 2020 AT 22:18

Me



Someone for holding your hands

-


29 JUL 2020 AT 7:23

ভয় হয়!
বিশ্বাস করতে নিজেকে। 💔💔

-


19 JUL 2020 AT 18:36

সাফল্য অর্জন করতে হলে আগে নিজেকে অতিক্রম করো।

-


19 JUL 2020 AT 8:42

স্বপ্নকে ভালোবাসে বাস্তবকে অস্বীকার করছো।
স্বপ্নটা ভেঙে যায় বাস্তবের আঘাতে।

-


12 JUL 2020 AT 22:07

অন্ধকারে ছিল আমার জগৎ !
হাত বাড়িয়ে টানলি তুই তা থেকে ; বাঁচার আশা জাগালি আবার মনে
আদর সূরে বন্ধু বলে ডেকে ||

-


Fetching Krishna Karmakar Quotes