যার কাছে তোমার মূল্য নেই
সে তোমার ভালবাসা deserve করে না।-
লিখতে আমার ভালো লাগে।
লিখছি আমি তাই । 🖋
আজ অন্ধকার খুব প্রিয় মনে হয়।
না নিজেকে আড়াল করার জন্য না
অন্ধকারে নিজের অস্তিত্ব খুঁজে পাবার জন্য। 🖤🖤🖤🖤-
স্বপ্নকে ভালোবাসে বাস্তবকে অস্বীকার করছো।
স্বপ্নটা ভেঙে যায় বাস্তবের আঘাতে।-
অন্ধকারে ছিল আমার জগৎ !
হাত বাড়িয়ে টানলি তুই তা থেকে ; বাঁচার আশা জাগালি আবার মনে
আদর সূরে বন্ধু বলে ডেকে ||-