Krishanu Banerjee   (©Krishanu Banerjee)
1.3k Followers · 372 Following

read more
Joined 1 April 2018


read more
Joined 1 April 2018
14 APR AT 0:47

যতই বলি দুঃখ ঘুচুক, দুঃখ কিন্তু ঘুচবে না।
যতই আসুক নতুন বছর, মনের গ্লানি মুছবে না।
যা হবার তা ঠিকই হবে,
মন্দ কপাল পোড়াই রবে,
সুখ হয়তো মারবে উঁকি কিন্তু পুরো রইবে না।
যতই আসুক নতুন বছর, মনের গ্লানি মুছবে না।

-


13 APR AT 23:36

সখী,
মুখটি কেন বন্ধ করে,
মনের ব্যথা গোপন করে
রয়েছো সঙ্গোপনে?
ভাগ করে নাও ব্যথার ভার
খুলে দাও ঐ মনের দ্বার,
এই আপন বন্ধু সনে।

সখী,
বন্ধু যদি নাই বা ভাবো,
তবুও আমি জানতে চা'বো
কিবা দুঃখ তোমার?
একাকী তুমি কক্ষনো নও,
বৃথাই কেন মুখ বুজে রও?
চেষ্টা করো, দিলেম কথা
লাঘব হবে হৃদয় ভার।...

-


26 MAR AT 21:12

"Fruits are better than flowers"

-


22 MAR AT 20:20

সোনাই, তুমি ফিরছো কবে?
তারিখ বলে দিও।
সেই যে তুমি পরশু গেলে
হঠাৎ করে, আমায় ফেলে,
ওদিক থেকে সোনাই তুমি
জলদি বিদায় নিও।
সোনাই, তুমি ফিরছো কবে?
তারিখ বলে দিও।

সোনাই, তুমি ফিরছো কবে?
তারিখটা বলো শুনি।
তুমি তো জানো তোমায় ছাড়া
আমার জীবন জীবন হারা,
তোমার ফেরার অপেক্ষাতে
প্রতিটা মুহূর্ত গুনি।
সোনাই, তুমি ফিরছো কবে?
তারিখটা বলো শুনি।

-


22 MAR AT 20:02

চারিদিকে আজ আঁধারের ঘনঘটা
অসুস্থ যেন দিনের সূর্যালোক।
মলিন যে আজ পলাশ ফুলের ছটা
সুখের শিরে ঘনায় তীব্র শোক।

তীব্র শোকে জর্জরিত মন।
আনন্দ যেন এক প্রলুব্ধ মরীচিকা।
নিকটে নেই আপনার জন,
ধুলোতে বিলীন প্রস্ফুটিত মল্লিকা।

ফোটা মল্লিকাসম স্নিগ্ধ জীবনখানি
রয়েছে পড়ে কাঁটার 'পরে।
ভালোবাসাহীন এ প্রান্তরে অভিমানী
একাকীমন মৃত্যুর হাত ধরে।

মৃত্যুকে ঐ সঙ্গী করে আজ
অস্তগামী জীবন চলেছে আঁধারপানে।
এটাই এখন একমাত্র কাজ
যা অপেক্ষারত এই শোকাহত প্রাঙ্গণে।....

-


3 MAR AT 0:10

মোদের প্রেমের নাম।
যদিও এক যুগের পরে
নেই কোনো তার দাম।
ছড়ালো সে বক্ষ 'পরে
তীব্র হাহুতাশ,
রিক্ত করে কেবল আমায়
হলো সে ইতিহাস।।।।

-


13 FEB AT 0:29

রোদের সঙ্গে আজ বন্ধুত্ব হোক্,
বৃষ্টির সাথে কোনো আড়ি না করে।
নরম আলোয় আজ ধুয়ে যাক চোখ
ওই অন্ধকারের দুটি হাতটি ধরে।

সুখের সঙ্গে চলো বন্ধু পাতাই
সাথে নিই দুঃখের বিগত দিন।
নগদে নগদে এসো জীবন কাটাই,
পড়ে থাক না নেওয়া মৃত্যুর ঋণ।

ভালোবাসা কাঁদুক আজ হাপুস নয়নে,
আঘাত করুক তাকে ঘৃণার বাড়ি।
আজ হই মোরা ধৈর্য্যহীন শব্দ চয়নে,
সহ্যের দ্বারে চলো টেনে দিই দাঁড়ি।

তার চেয়ে এসো বরং কবিতা পড়ি
ছন্দকে বিছিয়ে রেখে গদ্যের তাকে।
না বলা কথা দিয়ে চলো স্বপ্ন গড়ি
আলগোছে ফাঁকি দিই বাস্তবটাকে।....

-


10 FEB AT 23:34

রাত জাগা কবিতার ভোরে
বয়ে আনে মৃদু হাওয়া
সূর্যের প্রথম আলো।
ঘুম ভাঙা সকালের দোরে
তোমার নিষ্পাপ চাওয়া
শুষে নেয় মোর মনের কালো।

কত রাত আসে, ভোর হয় কত,
কভু হয় না তো একঘেয়ে
পাখির প্রথম গান।
তোমার জন্য ভাবা কবিতা যত
নেমে আসে লেখনী বেয়ে,
চোখে তার অশ্রুর বান।

-


16 JAN AT 17:11

(ক্যাপশন)

-


14 JAN AT 0:48

আমি কবিতা কখনো তৈরি করি না।
জেনো কবিতা আমায় তৈরি করে।
কখনো সে আমায় ভেঙেই ফেলে,
কখনো সে আমায় যতনে গড়ে।

আমার এই জীবনের কলকারখানায়
কবিতা যে করে মেশিনের কাজ।
কখনো সে আমায় করে মসৃণ,
কভু জীবনে ফোটায় ভাঁজ।

আছে এলোমেলো কিছু অনাথ শব্দ
যারা পাশাপাশি এক আশ্রয় চায়।
এক ছন্দের বেশে কবিতা তখন
মোর জীবনের জয়গান গায়।

আমি লিখে যেতে পারি অনেক কিছু
যদি কবিতা আমায় সাহায্য করে।
আমি কক্ষনো কবিতা গড়ি না,
কবিতাই শুধু আমাকে গড়ে।

-


Fetching Krishanu Banerjee Quotes