ভাঙাচোরা হৃদয়ের মৃত্যু হয়না।
মৃত্যু হয় তার ভেতরে থাকা সুন্দর মিথ্যের।
-কোয়েল চৌধূরী-
Like the dark forest is dancing in the beams of the mo... read more
মুখোশের চরিত্রে আবেগের
আবেদন মুখ ভালোই চেনে।
কিছু মুখোশ মনে করে,
মুখোশ শুধু তারই আছে।
সে মুখোশধারী হলেও
সব মুখোশের জ্ঞান তার কাছে নেই।
-কোয়েল চৌধূরী
-
Dead roses in our diary.
And the complaints we write
for each other.
Our loneliness is something
that we want, and we do not want.
We can't unite
but we can write ourselves
in our poems.
Where love never leaves pain.
And we do not leave each other.
-
কখনো কখনো অনুভূতিদের মৃত্যু
তারা হয়ে আকাশ আলো করে।
কিন্তু অন্ধকারে যন্ত্রণা পায় সেই অস্তিত্ব
যার অনুভূতিগুলিকে যে নিজের চোখের সামনে মরতে দেখে।
-কোয়েল চৌধূরী
-
Every time she meets with her darkness.
Like the moon meets with her reality.
Calmness comes with pains and truths.
-
We break the limits.
That prevents us from
loving each other's fire.
We deserve to take the smell.
That we wear.
That we adore.
That we want to introduce us each other.
Those lips need to be united.
Our fire needs to be ignited by us.
We need to deep with our kisses.
We need to.-
A chance for a murderer.
Who would like to murder your trust.
Whose knives are invisible to everyone.
Only you can feel.
Only you can see.
-
সে যদি ভালোবাসে তাহলে
তার বিষ আমাকে সারিয়ে তোলে
আমার মধ্যে থাকা আমার জন্য যা
মিথ্যে , যা নোংরা তাকে রক্তাক্ত করে।
আর সে যদি ঘৃণা করে
তাহলে তার সাজানো ভালোবাসার নাটকে
বিষ ছাড়া অভিজ্ঞতা সম্ভব নয়।
-কোয়েল চৌধূরী-
কিছু হৃদয়
কখনো অন্য কারোর হৃদয়
বাস করতে চায়না।
তারা বিষ বাষ্প হয়ে থাকে
নজরে মনে ভালোবাসার অভাবে।
-কোয়েল চৌধূরী-