কোনো কোনো সময় হৃদয়
শশ্মানের আগুনে
এতটাই নিমজ্জিত হয় যে,
সে আগুনের যন্ত্রণাকে বুঝতে পারে
যে সব যন্ত্রণা আগুন উচ্চারণ করেনা।
কারণ তার যে যন্ত্রণা আছে সেটা যে কেউ মানতে চায়না।
হঠাৎই তার যন্ত্রণার মান বুঝতে পারে
এক হৃদয়,
যার প্রকোষ্ঠ জুড়ে ঘা রয়েছে প্রচুর।
সে জানে তার আগুন তাকে গিলে খায়।
আর সেই যন্ত্রণা থেকে সে শক্তি সঞ্চার করে।
জানে তার আগুন তাকে কষ্ট দেয়,
কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য সেই আগুনই।
যে বিশ্বাস পুড়ে ছাই হয়েছে
সেখানে শশ্মান ছাড়া অন্য কোনো সত্যির সম্মান নেই।
হয়েওনা।
কারণ সব সমান্তরাল সত্যি
সবার কাছে গৃহীত হয়না।
সত্যিও হয়না।
-কোয়েল চৌধূরী
-
Like the dark forest is dancing in the beams of the mo... read more
যেখানে ভেঙে যায় স্বপ্নের ঘোর।
যার ভেঙে যাওয়াই ভালো।
-কোয়েল চৌধূরী
-
Par uski roshni uss chaand se milti
jo suraj ussey bhi roshni deti hai.
Aur subhe ko bhi.-
Toota hua dil judhna
sahi baat nahi hai.
Par ussey bhi marham
ki zaroorat hai.-
Agar manzil aapke rooh ke
aanushar nahi hai,
toh haar tay hai.
Haarne ke baad maut bahut milti.
Par wahan se sachchai ki
berehemi ka pata chalta hai.
Taki aage jaa kar apne dil ko kisi
dilaase mein jeena na padhe.
Aisi zindagi se zyada maut behtar hai.
-
হয়তো রক্তে রাঙানো ভাঙা মন
কোনো এক জমির আশ্রয় নিয়েছে।
যেখানে জমির বাহুবন্ধনে আবদ্ধ আছে
তার রক্তের ছিঁটেফোটা বিভিন্ন জায়গায়
ছড়িয়ে ছিটিয়ে ফুল হয়ে রয়েছে।
-কোয়েল চৌধূরী
-
আঘাত অনেক সময়ই অপমানিত হয় অপরাধীদের হাতে।
যাতে তারা শান্তি পায় নিজেদের নোংরা কর্ম সম্পন্ন করে।
সব কর্মেরই ফল আছে।
হৃদয়ের ক্ষেত্রে বিষয়গুলো বেশি রক্তাক্ত হয়।
অনেক সময়ই নিজের হৃদয়ের করুন অবস্থার প্রতি নিজেরই ঘৃণা আসে বারবার।
কিন্তু হৃদয় সবচেয়ে বেশি ক্রূঢ় হয় তার নিষ্পাপ অবস্থার ওপর অযাচিত অত্যাচার হলে।
-কোয়েল চৌধূরী-