আমার স্যারিডন নেই;
আর স্বর্গ তো নেইই
থাকার মধ্যে একটা ভুলোমন আছে
যেটা বাজারের ফর্দ, অফিসের দরকারি ফাইল, ইলেকট্রিক বিল, সবই ভুলে যায়
মনে থেকে যায় শুধু তোমার কথা
তোমার জন্য লেখা কবিতা গুলো যে খাতায় লিখেছিলাম
সেটাও কোন বেখেয়ালে কাগজওয়ালা কে দিয়েছি
তাও প্রতিটা কবিতা মনে আছে
মনে আছে তোমায় সরস্বতী পুজোয় কলেজে
দুর্গা পুজোয় প্যান্ডেলে দেখা।
ভুলো মনটা সব ভুলে যায় বয়সের ভারে এক শুধু তোমায় ছাড়া
তোমায় ছাড়া কোথাও স্বর্গ নেই
বেশি ভাবলে মাথা ধরে আসে
কিন্তু আমার স্যারিডনও নেই
আর তোমায় ছাড়া স্বর্গ তো নেইই।-
Traveller soul with a creative mind
Good ... read more
এমনি বর্ষার বিকেলে মন খারাপ লাগে।
তারওপর তুমি দুদিন ধরে কথা বলছো না
আর কত অভিমান জমাবে ?
এই দেওয়ালে আরো কতগুলো ইট গাঁথবে?
তুমি তো জানোই আমি জাত কুড়ে
দেওয়াল ভাঙ্গার থেকে কবিতা লেখায় বেশি মন আসে
ইঁট ভাঙ্গা শুরু করবো, না ভাঙতে পারলে
দেওয়ালের ওপারে বসে কবিতা লিখবো
বৃষ্টি দেখে মন খারাপ করবো রবিবারের বিকেলে।
বলোই না আর কত মান জমাবে;
আর কতগুলোই বা ইঁট গাঁথবে এই দেওয়ালে?-
যাবো একদিন তোমার বাড়ি
নিয়ে সাথে চপ মুড়ি
তুমি একটু করো চা
আদা দিয়ে বেশ কড়া।
বৃষ্টি যদি হয় তবে
আড্ডা দেবো বারান্দাতে।
তুমি আমি দুই বকবকানি
ঘণ্টাখানেক মনে হবে একটুখানি।
সারাদিনের কাজের টনটনানি
মিলিয়ে যায় দেখে তোমার হাসিখানি
বোলো কবে আসতে পারি
নিয়ে এক জোড়া শাড়ি।
তুমি একটু টিপ পরো
দুলিও তোমার আঁচলখানি।
তোমায় দেখে অজ্ঞান হলে
জল দিয়ে মাথায় তুলো ঘরে।
এইটুকু কবিতাই আজ থাকলো নহয়
চা যে তোমার কথা ভেবে ঠাণ্ডা হয়।
-
তোমার প্রেমে মসগুল, তোমায় নিয়ে যত ভাবনা
তুমি তো ঠিকই বলো, বিদ্রোহী না হলে প্রেমিক হওয়া যায়না।
-
একটু শান্তিতে ঘুমাতে চাই।
যে ঘুমে তোমার স্বপ্ন আসবে না-
সেরকম ঘুম।
ঘুম ভাঙ্গার পর রুক্ষ বাস্তবটা আরো কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে।
ঘুমের মধ্যে স্বপ্নেও তুমি আসছ বটে কিন্তু ভোরের স্বপ্নে আসোনা।
কোনো একদিন ভোরের স্বপ্নে নিমন্ত্রণ রইলো।
আমি নিয়ম করে ওই সময় ঘুমাবো নাহয়।
বাকি সময় নাই বা আসলে
নাহয় একটু শান্তিতে ঘুমোতে দিলে।
-
এই কংক্রীটের জঙ্গলে বন্দী জীবনে তুমি ঠান্ডা হাওয়া, একটু শান্তির উপাদান
আমার এই ধু ধু মরুভূমির মত জীবনে তুমি এক টুকরো মরুদ্যান ।-
প্রেম নিবেদনের উত্তর আসিনি আজও, অপেক্ষায় গুনি প্রহর
সারাদিন বৃষ্টি হয়ে গেলো, কেউই পেলো না টের।-
বর্ষায় চোখের জল অনেক লুকিয়েছি।
চোখের জল শুকিয়ে গেলে বিরহকে কবিতায় অনুবাদ করেছি।-
এই বৃষ্টির দিনে এই কবিতাকেই আমার প্রেম নিবেদন মনে করে নিও
চোখ পড়তে পারিনা বটে কিন্তু একটু বুঝে তুমি কাছে থেকে যেও।
সারাদিন জানলায় বসে ভাবি কি বলা যায়, কি লেখা যায়
তুমি তো জানোই আমি ল্যাদখোর, এরকম বৃষ্টির দিনে আমার ঘুম এসে যায়।
মুহূর্ত গুলো তোমার উড়োচিঠির অপেক্ষায় কাটিয়ে দি
বৃষ্টির ফোঁটা গুলোর কানে কানে "তোমায় চাই" এটা রটিয়ে দি।
প্রেমে কষ্ট পাওয়া এটা তোমার আমার চিরাচরিত নিয়ম
এবার না হোক একটু অন্যরকম কিছু, একটু ব্যতিক্রম।
-
এই বৃষ্টির দিনে বায়োস্কোপ বলতে শুধু তোমার স্মৃতির সারি,
বটগাছের মতোই গেঁথেছো শিকড়, তাই আজ আমি বিপজ্জনক বাড়ি ।-