Kousik Acharjya   (Kousik acharjya..)
24 Followers · 25 Following

read more
Joined 29 April 2018


read more
Joined 29 April 2018
18 APR AT 1:18


স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি একা
নি:সঙ্গ জীবনে কেউ দেয় না সঙ্গ...
আত্মীয়-পরিজন-বন্ধু কেউ আজ পাশে নেই।
সকলেই স্বার্থের কারাগারে বন্দি।

চারিদিকে শুধুই অসীম শূন্যতা আর বিষাদের বাতাস বহে
ধূ-ধূ করা মরুপ্রান্তর ছাড়ে এক অন্তিম দীর্ঘশ্বাস..
কেউ নেই আর , কেউ নেই একটু ভালোবেসে কথা বলার।
ঢুকরে ঢুকরে কাঁদছে হিয়া, দগ্ধ হয়ে জ্বলছে চিতা...
অপ্রাপ্তির দহনে আজ আমি বড়ই ক্লান্ত,
এইভাবে একদিন ব্যর্থতাকে সঙ্গী করে নেবো চিরবিদায়।

✍️কৌশিক

-


16 FEB AT 23:23



স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি একা
অসীম শুন্যতায় চারদিকে শুধুই হাহাকার
কান্নাভেজা অশ্রুতে বালিশ ভিজে যায়
অনুভূতিহীন নীরবতা দিচ্ছে তীব্র রণহুংকার।

ক্ষণিকের আবেগ ভুলে এখন কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে.....
নেই পিছানোর কোনো পথ।


✍️কৌশিক

-


15 AUG 2023 AT 1:28

৭৭তম স্বাধীনতার দিবসের আশা-আকাঙ্খা
********🇮🇳🇮🇳🇮🇳***********
✍️কৌশিক আচার্য

যে পাখি উড়তে চাই ঐ আকাশে
তাকে মুক্তভাবে উড়তে দাও।

যে ছাত্রটি বাংলা নিয়ে পড়তে চাই
তাকে উৎসাহিত করে এগিয়ে যেতে দাও।

যে মেয়েটি নিজে সাবলম্বী হয়ে উঠে দাঁড়াতে
চাই তাকে সেই স্বাধীনতা দাও।

জন্ম হতে ইঁদুর-দৌড় প্রতিযোগিতায় অংশগ্ৰহন
না করে তার মতো করে সে এগিয়ে যাক।

প্রত্যেকেই যেন নিজের ইচ্ছাই স্বাধীনভাবে বেঁচে থাকে,
নিজস্ব চিন্তা,মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা পাক।

কিন্তু বাস্তবে এর প্রতিফলন খুব কম,
কেউ পূর্ণ স্বাধীনতা পেয়েছে বলে তার অপব্যবহার করে।

আবার কেউ পিতা-মাতার সুপ্ত ইচ্ছা পূরণ করতে গিয়ে,
নিজস্ব ইচ্ছা-রুচিকে বিসর্জন দিয়ে শেষে অমলাকান্তি হয়ে থেকে যায়।

-


13 JUL 2023 AT 13:25

ঐ অমৃত হাসির সুধা
প্রাণচঞ্চল তরতাজা সরল ছেলেটাকে
আর কখন ও দেখতে পাবো না এই ধরাতে।
নিশীথের অন্ধকারে আমাদের স্তব্ধ করে দিয়ে
কোনো মহাশূন্যে বিলীন হলি রে?
আর কখন ও কেউ বলবে না কৌশিক দা
কবিতা দেখতে পাচ্ছি না কতদিন।
ক্ষুদ্র সময়ে এসে কত মানুষের মন ছুয়ে দিলি
অসমাপ্ত কাজ রেখে যেতে
বাধ্য হলি না ফেরার দেশে।
আজ আর কোনো ভাষা নেই,
কোনো বিশেষণ নেই তোকে বর্ণনা করার মতো।
যেখানেই থাক ভালো থাক ভাই শুভ....😢😢😢

✍️কৌশিক

-


13 JUN 2023 AT 1:36

নবজাগরণ

আপন বেশে এসেছে যারা
স্বার্থের মোহে ভুলেছে তারা
ক্রমাগত নিজ ভোগ-বিলাসিতায়
অন্ধ হয়ে নিজ আপনকে দিয়েছো দু:সহ যন্ত্রণা।

যারে তুমি করছো পদলুন্ঠিত
একদিন যখন জাগিবে তার অন্তরাত্মা...
সেদিন তুমি কোন পথে পলায়ণ করবে
পাবে না আর কোনো রাস্তা।

রুদ্ধমূর্তির তীব্র হুংকারে হবে রণক্লান্ত
তখন আর থাকবে না কোনো ক্ষমতার আস্ফালন।
অসীম শৌর্যের প্রতীক হয়ে সে জ্বলবে মহাকাশে,
তুমি শুধু আপন ক্রোধে দগ্ধ হতে হতে পুড়ে ছাই হবে।


✍️কৌশিক


-


17 APR 2023 AT 1:09


সভ্যতার গনগনে আচে পুড়ে ছাই
হয়ে গেছে প্রেম-ভালোবাসার অনুভূতি,
একাকীত্বের দহনে জ্বলছে অপ্রাপ্তির দ্বীপশিখা..
চাপা ক্ষোভে ধ্বংস করেছি মনের আদিম প্রবৃত্তি।

✍️কৌশিক

-


14 FEB 2023 AT 9:55


মৃত্যুপুরী তুরস্ক

প্রবল ঠান্ডায় চারিদিকে শ্বেত তুষারে আবৃত
হঠাৎ ভয়াল কম্পনে মানুষদের তীব্র আর্তনাদের ক্রন্দন
এক লহমায় তাসের ঘরের মতো
সাজানো বহুতলগুলো ভেঙ্গে পড়ল
হুড়মুড়িয়ে দেওয়াল চাপা পড়ে
কত যে প্রাণ আটকে গেল
চারদিকে যেন মৃত্যুপুরী শ্মশান...
আবাল-বৃদ্ধ-বনিতা সকলের প্রবল
আর্তনাদ বাঁচার তীব্র আকুতি,
ওই দেওয়ালে চাপা পড়ে আছে
সহস্র শিশুর বেঁচে থাকার তীব্র লড়াই।
রক্তের স্রোতে ভাসছে তুরস্কের রাজপথ হতে অলিগলি
স্তম্ভিত নয়নে দেখছে বিশ্ব প্রকৃতির নির্মম খেলা
মানুষের চরম ভোগ বিলাসতায় প্রকৃতি খেলছে ছেলেখেলা।


✍️কৌশিক

-


1 FEB 2023 AT 1:10


বিষাদের বাতাসে সবকিছু নি:শেষ করে দিয়েছে
যা ছিল সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে
এই শুন্য মরুভূমিতে আজ আমি বড়ই একাকী,
অসীম শূন্যতায় কে বা কার খোঁজ রাখি?

আজ শীতের সেই হিমেল স্পর্শানুভূতি নেই
ভালোবাসার সেই উষ্ণতার শিহরণ নেই,
চৌরাস্তার মোড়ে সেই ট্রামটাও আজ নেই
কলেজ স্ট্রীটের ব্যস্ত রাস্তাতে ও তুমি নেই।

আছে শুধু একরাশ অসীম শূন্যতা
আবেগভরা সেই সুখানুভূতির নীরবতা,
অশ্রুসজল ছলছল নয়নে গড়িয়ে পড়ছে জল
বিষাদ নয়নে দেখছি আমি ধরার উন্মুত্ত তল।


✍️কৌশিক

-


15 JAN 2023 AT 0:09


ছেলেবেলার সেই মকর

শৈশবের সেই মকরের দিনগুলো
আজ ও আমায় বারবার পিছু ডাকে
মকরের একমাস আগের থেকে প্রস্তুতি
তাল,খেঁজুরের ডাল মাঠ থেকে কেটে
নিয়ে এসে রোদে শুকাতে দেওয়া...
মকরসংক্রান্তি চলে এলেই শুকনো পাতা
শুকনো ডাল সব একত্রে সমবেত করে রাখা।
মকরের দিনে আগের রাতে সবাইকে বলা থাকে
ভোর রাতে একটা বড় গাছের ডাল পুঁতে
তার মধ্যে খেঁজুর,তাল শুকনো পাতাকে সাজিয়ে;
নীচে বাঁশ গাছের শুষ্ক পাতা ও খড় বিছিয়ে মকর রেডি।
এরপর সকলে স্নান করে এলে সেই সজ্জিত বৃক্ষকে
কেরোসিন তেল দিয়ে অগ্নি প্রজ্জলিত করে
মকর তড়তড় করে জ্বলতে থাকে...
আগুনের লেলিহান শিখা দ্বিতল বাড়ির সম
আহা:!মকরের মিঠে রোদে সে এক অনন‍্য অনুভূতি...
আজ আর ভোর উঠি না,মকর বহুদিন স্বচক্ষে দেখিনি।

✍️কৌশিক

-


14 JAN 2023 AT 1:12


কাননে কাননে ফুটেছে ফুল
শীতের দাপটে ঠান্ডায় কুলকুল,

কাঁপে থরথর, বুক ধড়পড়্
গোটা শরীর কেঁপে ওঠে তরতর্...

তুষারপাতের ঝাপটে সারাপাড়া নি:স্তব্ধ
নিশীথের অন্ধকারে সকলে শীতঘুমে স্তব্দ।

সাদা তুষারে ঢেকে গেছে চারিদিক
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দশদিক।


✍️কৌশিক

-


Fetching Kousik Acharjya Quotes