Koushik Kundu   (কৌশিক)
20 Followers · 8 Following

আসছে মানুষ যাচ্ছে মানুষ, ভাবছে না কেউ ভবিষ্যৎ আমি যেন কম খরচের ছোট্ট একটা ট্যুরিস্টস্পট
Joined 3 January 2019


আসছে মানুষ যাচ্ছে মানুষ, ভাবছে না কেউ ভবিষ্যৎ আমি যেন কম খরচের ছোট্ট একটা ট্যুরিস্টস্পট
Joined 3 January 2019
29 JUL 2021 AT 10:57

কবি বদলায়! চরিত্র পোড়ে একই চিতায়
পাঠকও শয্যাশায়ী গোপনীয় কবিতায়

-


28 JUL 2021 AT 17:37

সবার বুকের খাঁচার ভেতর যে লালন সাঁই রয়
সেই জানে মনের মানুষ কতটা সহজ হয়..

-


27 JUL 2021 AT 17:04

মাৎস্যানায় আজও চলে
রূপকথাদের গল্প দিয়ে.
বামুন কবে জন্ম নিলো
ঘাড়ের পাশে পৈতে নিয়ে।

-


28 MAR 2021 AT 20:25

মন শরীর ছেড়ে বেরোতে পারেনা তাই তো মানুষ শরীরের খেলায় মেতে স্বাধীনতা উপভোগ করে

-


20 OCT 2020 AT 9:24

মেতেছে ভুবন ,মায়ার খেলায় সহজ প্রচলিত নিয়মে পৃথিবীতে বৃষ্টির পর প্রতিটা জলজ প্রেম ভেঙে যায়,আর আমার শরীরে নোনাধরে

-


25 SEP 2020 AT 21:03

পাখির ডাকে উড়িয়ে নেওয়া সকাল,তারপর এলো হুট করে বৃষ্টি, ভিজতে ভিজতে উষ্ণ হৃদয় হবে ঠান্ডা মর্গের ঘর...
তুমি ভিজো না এখন, বাঁধিও না আর জ্বর..

-


22 SEP 2020 AT 16:54

প্রেম বৃদ্ধ হয়।
বয়স বাড়ে শহরেরও।
গাছগুলোর চামড়া খসে যায়।
কাচতোলা গাড়িতে ভরে যায় শহর

-


19 SEP 2020 AT 23:26

একদিন আর ফেরা হবে না চেনা ঠিকানায়!
ঘরে নতুন মানুষ আসবে,
কিংবা ঘরে ধূলো জমবে!
প্রতিনিয়ত বদলে যাবে ঠিকানা।
পুরনো ঘরের জালে বন্দী থাকবে সময়।
মুহুর্তেরা চুপ করে যাবে আস্তে আস্তে।
আবার ঘর বদলে যাবে।

-


18 SEP 2020 AT 16:32

অভাবের গায়ে কিছু বিস্বাদ রেখে,
আমরাও ফিরে আসি স্বপ্নের থেকে

-


18 JUL 2020 AT 16:12

দ্রুত পায়ে এগিয়ে যাওয়া সবুজ ঘাসের গ্রামের পাশে, তছনছ বয়ে যায় নদী।
নিভৃতে ডুবিয়ে পা, বহুদিন ভেসে থাকো যদি,

-


Fetching Koushik Kundu Quotes