Koushik Ganguly   (আরণ্যক(koushik))
3 Followers · 6 Following

https://www.facebook.com/kou0208/
Joined 28 May 2019


https://www.facebook.com/kou0208/
Joined 28 May 2019
26 MAR 2022 AT 18:07

প্রাচীর ভাঙার শব্দ হোক
শহর জুড়ে তাই দারুন শোক
অন্ধকার তো অনেকছিল
কোলাহল টা বন্ধ হোক...
মানুষ কেবল কাঁদছে ফুঁপে
বাড়ছে তাঁদের মনের শোক....
অনেক তো হলো এবার
কোলাহল টা বন্ধ হোক......

"কৌশিক "

-


14 AUG 2021 AT 19:59

বৃষ্টি নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি
শরীর ভেজেনো ভীষণ সহজ
হৃদয় ভেজানো দামি

-


10 JUN 2021 AT 13:56

স্তম্ভ যখন দম্ভ করে
দাঁড়িয়ে থাকে প্রান্তে
শহর তখন শেখায় আমায়
নতুন করে ভালোবাসতে....

-


8 JUN 2021 AT 19:12

দেখা হলো তোমার সাথে
শহর যখন মুখোশধারী
ভুল বোঝার এই শহর টা তে
করে রেখো আমায় তোমার ভালোবাসার অংশীদারি.....

-


28 MAY 2021 AT 16:33

তুমি এলে তাই
ব্যাথাতুর হৃদয় ভালোবাসা পেলো
তুমি এলে তাই
শত রামধনু আবার আকাশে দেখা দিলো...
তুমি এলে তাই
মুখোশধারী সমাজ আবার ভেসে গেলো জলোচ্ছাসে.....
তুমি এলে তাই
পৃথিবী ভাবছে আবার শান্ত হবে!!!...

-


29 MAR 2020 AT 1:13

হয়তো চলছে লকডাউন
পড়তে হচ্ছে মাস্ক 😷
তূভূ ও আমি ভালোবেসে
নিচ্ছি তোমার নামের নিঃশাস...... ❤️❤️❤️❤️
অচেনা শহর
গৃহবন্দি আমি.... গৃহবন্দি মানুষ
বেঁচে আছে এই শহরে প্রবল আসায়
দেখবে কবে নতুন মুক্ত শহরে সূর্যোদয়....

-


5 FEB 2020 AT 0:18

ভালোবাসা আজ প্রায় শেষ
তবু কম দামি...
সিগারেট একমাত্র অবলম্বন বেঁচে থাকার
কারণ ধোঁয়ায় খুঁজি আমি তার মুখ........

-


4 FEB 2020 AT 0:32

চাঁদ ডুবে যাওয়ার আগে
বলে দিও তাকে.........
জমানো ব্যাথা গুলো তার মনের wardrobe থাকে.....
তাই ডুবে যাওয়া চাঁদ হয়তো ফেরোনা যায় না .
সেরকম ফেরানো যায় না চলে যাওয়া ভালোবাসা....

-


12 NOV 2019 AT 16:33

দাঁড়িয়ে ছিলাম চুপটি করে তোমার অপেক্ষায় কখন তুমি আসবে আর ধরবে আমার হাত হয়তো সে কঠিন বাস্তব জনি ঠিক একদিন ধরবে আমার হাত হয়তো সেদিন বৃষ্টি নামবে আমার চোখের জলে

-


13 JUN 2019 AT 0:36

বৃষ্টি পরে এখানে বারো মাস
তোমার সাথে দেখা হয়নি কয়েকটা মাস
আজ ও বৃষ্টি হয় রাস্তায় চারিপাশ
তুমি ভেজো আমার সাথে
এক ই সাথে ভেজে আমার নিঃশাস

-


Fetching Koushik Ganguly Quotes