প্রাচীর ভাঙার শব্দ হোক
শহর জুড়ে তাই দারুন শোক
অন্ধকার তো অনেকছিল
কোলাহল টা বন্ধ হোক...
মানুষ কেবল কাঁদছে ফুঁপে
বাড়ছে তাঁদের মনের শোক....
অনেক তো হলো এবার
কোলাহল টা বন্ধ হোক......
"কৌশিক "-
বৃষ্টি নামলে শহর ভেজে
ভিজতে পারিনা আমি
শরীর ভেজেনো ভীষণ সহজ
হৃদয় ভেজানো দামি-
স্তম্ভ যখন দম্ভ করে
দাঁড়িয়ে থাকে প্রান্তে
শহর তখন শেখায় আমায়
নতুন করে ভালোবাসতে....-
দেখা হলো তোমার সাথে
শহর যখন মুখোশধারী
ভুল বোঝার এই শহর টা তে
করে রেখো আমায় তোমার ভালোবাসার অংশীদারি.....-
তুমি এলে তাই
ব্যাথাতুর হৃদয় ভালোবাসা পেলো
তুমি এলে তাই
শত রামধনু আবার আকাশে দেখা দিলো...
তুমি এলে তাই
মুখোশধারী সমাজ আবার ভেসে গেলো জলোচ্ছাসে.....
তুমি এলে তাই
পৃথিবী ভাবছে আবার শান্ত হবে!!!...-
হয়তো চলছে লকডাউন
পড়তে হচ্ছে মাস্ক 😷
তূভূ ও আমি ভালোবেসে
নিচ্ছি তোমার নামের নিঃশাস...... ❤️❤️❤️❤️
অচেনা শহর
গৃহবন্দি আমি.... গৃহবন্দি মানুষ
বেঁচে আছে এই শহরে প্রবল আসায়
দেখবে কবে নতুন মুক্ত শহরে সূর্যোদয়....-
ভালোবাসা আজ প্রায় শেষ
তবু কম দামি...
সিগারেট একমাত্র অবলম্বন বেঁচে থাকার
কারণ ধোঁয়ায় খুঁজি আমি তার মুখ........-
চাঁদ ডুবে যাওয়ার আগে
বলে দিও তাকে.........
জমানো ব্যাথা গুলো তার মনের wardrobe থাকে.....
তাই ডুবে যাওয়া চাঁদ হয়তো ফেরোনা যায় না .
সেরকম ফেরানো যায় না চলে যাওয়া ভালোবাসা....
-
দাঁড়িয়ে ছিলাম চুপটি করে তোমার অপেক্ষায় কখন তুমি আসবে আর ধরবে আমার হাত হয়তো সে কঠিন বাস্তব জনি ঠিক একদিন ধরবে আমার হাত হয়তো সেদিন বৃষ্টি নামবে আমার চোখের জলে
-
বৃষ্টি পরে এখানে বারো মাস
তোমার সাথে দেখা হয়নি কয়েকটা মাস
আজ ও বৃষ্টি হয় রাস্তায় চারিপাশ
তুমি ভেজো আমার সাথে
এক ই সাথে ভেজে আমার নিঃশাস
-