কমলিকা   (বিষাক্ত নারী)
83 Followers · 24 Following

read more
Joined 6 April 2018


read more
Joined 6 April 2018
5 APR 2024 AT 10:30

একটা গল্প বলা যাক..

খুব ভিড় বাস আর অগোছালো ব্রেকের সাথে তাল মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা..
তার মাঝে হঠাৎই ভীষণ কাছে পাওয়া একটা গন্ধ, একবার ঘুরে তাকানো..
যদি প্রতি সেকেন্ড কে মুহূর্ত বলো;
তবে কয়েক মুহূর্তের জন্য প্রেমে পড়েছিলেন সেইদিনও.......

-


15 MAR 2024 AT 18:39

আমি মানুষ হিসেবে এতোটাই flexible!
যে ধরো তোমার আমাকে কখনও মনে হয়েছে আমাকে ignore করতে হবে, বেশি কিছু করতে হবে না তুমি শুধু একটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দাও।
সম্ভবত যদি আমার কখনও মনে হয়ে থাকে যে তুমি আমাকে ignore করছো..
সম্ভবত.....
তারপর দেখবে তুমি লাগাতার চেষ্টা করেও আমাকে মনে করাতে পারবে না আমি তোমাকে চিনতাম কিনা!!
Literally তোমার নাম ধাম পরিচয় চেহারা আমার কিচ্ছু মনে থাকবে না বিশ্বাস করো... কিচ্ছু না।
আসলে বড়ো হয়েছি তো মাথার মধ্যে বেশি আবর্জনা রাখতে চাই না। এই আর কি...

-


12 MAR 2024 AT 12:14

আজ হুট করে খুব কাছে এসে কাল থেকে মুখ দেখাদেখি হলো না, একদিন সারাদিন কথা বলে মাসের পর মাস আর মেসেজের উত্তর দেওয়া হলো না, একদিন খুব গুরুত্ব দিয়ে খুব কাছের অনুভব করিয়ে পরের দিন থেকে আর সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করা গেলো না - এ'রকম সম্পর্কে রয়েছে আমার প্রবল অস্বস্তি। আমার সাথে এই 'হুট করে', 'রাতারাতি', 'আজ আছে কাল নেই' ব্যাপারটা যায় না। তাই, আমার সাথে মিশতে হলে সময় নিয়ে আসতে হবে। অনেক কথা বলতে হবে। আমার গল্প শুনতে হবে, তোমার গল্প শোনাতে হবে...

ধীরে ধীরে, সময় নিয়ে, ধৈর্য্য নিয়ে, যত্ন নিয়ে, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর সম্পর্ক তৈরি হোক। নয়তো না হোক। আফসোস নেই কোনও।

-


11 SEP 2023 AT 19:34

ভালোবাসা না হলে না হোক
তবু তুমি এসে পাশে বসো, হাত ছোঁও-
জেনে নাও শোক আছে কিনা।
অসুখ সারাও শুধু.....
প্রেমিক আর হতে বলছি না।।

-


31 AUG 2023 AT 17:32

বড়োবেলায় আমরা আর প্রেমে পড়ি না। আমরা আশ্রয়ে পড়ি। ক্লান্ত অবশ্রান্ত শরীর মন নিয়ে জাপটে ধরি উল্টোদিকের মানুষটাকে। আমরা আর অধিকার দেখাই না, অভিমান করি। ঠোঁট ফুলিয়ে বলতে পারি না,"থেকে যাও, তোমার থেকে যাওয়াটা দরকার"। দায়িত্ব নিতে শিখি। পালন ও করতে শিখি। আস্তে আস্তে বুঝতে পারি জীবন মানে চারচাকা গাড়ি, প্রাসাদের ন্যায় বাড়ি বা শুধুই বিলাসবহুল জীবনযাপন নয়। জীবন আসলে একটা মানুষ, একটা শান্তির কোল বা হয়তো জীবন একটা রহস্যের মতো- আমরা সেখানে কেউ ফেলুদা, কেমন ব্যোমকেশ,কেউ কিরীটি আর পরিচালক সেখানে পরিস্থিতি! বড়োবেলায় আমরা আর প্রেমে পড়ি না। আমরা আশ্রয়ে পড়ি।

-


16 MAR 2023 AT 13:05

আপন কে অনুরোধ করো,
অনুরোধ করে আপন করবে না।

-


3 NOV 2022 AT 12:02

আর যে টুকু ভুল বুঝেছো, গুছিয়ে নিয়ে শোক,
ঠিক করে নিই,পারলে এসো!আবার দেখা হোক।

-


16 OCT 2022 AT 11:46

যারা দূরে গেছে সরে,তারা আরও দূরে যাক........
যারা দূর্যোগেও থেকেছে কাছে, তারা গুরুত্বের তালিকায় স্থান পাক......

-


29 JUL 2022 AT 16:13

এক ছাদের নিচে থাকা মানুষও পারস্পরিক অবহেলার কারণে
কখনো কখনো হয়ে যায় ভীষণ একা।

-


16 JUL 2022 AT 20:40

যদি কেঁদে না পাও
তাহলে তাকে হেসে মুক্তি দাও.....

-


Fetching কমলিকা Quotes