প্রত্যাশার পাতা শূন্য বলেই, আমার কোন দুঃখ নেই-
নেই কোন দুর্বিসন্ধি আকাঙ্খা;
অনিশ্চিয়তার জীবন খেলায় তবুও আমি,
দেখো হতাশ নই!
___খালিদ স্যার🖋️-
একটি কাঠগোলাপ হাতে নিয়ে দাড়িয়েছি,
বিষণ্ণ গোধূলি প্রান্তরে;
___খালিদ হাসান 🖋️-
আইনস্টাইনের মতে, ভর'কে শক্তিতে রুপান্তর করা যায়-
কিন্তু বাস্তবিক জীবনে, জীবনের কোন রুপান্তর হয় না।
জীবনকে রুপান্তর করতে গেলেই জীবন আরো বেশি
অসামঞ্জস্যপূর্ণ এবং সেই সাথে জীবনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়।
উৎকর্ষতা খুজতে অবিরাম সময়ের সাথে চলে জীবনের যুদ্ধ
জীবনের এই যুদ্ধে তেমন কোন ইতিবাচক পরিবর্তন না এলেও,
সময়ের ধংসলীলার রেশ মানুষকে নিয়ে যায় জীবনের অন্তিমে-
সমসাময়িক বিজয় পেলেও, মানুষ বেশিদিন বিজেতার খেতাব ধরে রাখতে পারে না।
সময় ও যুদ্ধে ক্রমশই ফুরিয়ে যায় মানুষের আয়ু
সময় ও আয়ুর মাঝে গড়িয়ে পড়ে জীবন।
ফলাফল স্বরুপ আরো একটা অনাকাঙ্ক্ষিত আক্ষেপ থেকে যায়-
মৃত্যু যেহেতু আবশ্যক তাই, মৃত্যুর মধ্যে দিয়ে সেই আক্ষেপ ও একদিন শেষ হয়ে যায়।
___খালিদ হাসান 🖋️
বুধবার, সকান ১০ঃ০৯ মিনিট
১/৬/২০২২
টিচার্স রুম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-
আমি সময় কে ধরতে চেয়েছিলাম,
কিন্তু নির্বোধ সময় নিরন্তন ছুটে চললো তার বহমান প্রবাহ রেখা ধরে;
___খালিদ হাসান🖋️-
একজন মা'য়ের শক্তির সাথে কারো তুলনা হয় না,
পিতামাতার দোয়া'ই পারে পাহাড় টলিয়ে সমুদ্রের চির ধরাতে-
🍂🌸-
পৃথিবীটাকে অসহ্য লাগে,
ইচ্ছে হয় লাথি মেরে গুরিয়ে দেই অদৃশ্য বলয়-
আমরা বেরোতে পারি না লোকচক্ষু আর কথিত সমাজ বলয় হতে;
___খালিদ হাসান🖋️-
মানুষ গুলো বৈচিত্র্যময়,বিচিত্র তাদের চাহনি-
ক্ষেত্র-বিশেষ সেই মানুষেরা'ই নিজের অন্তরে ঈশ্বর পুষে।
___খালিদ হাসান🖋️-
পৃথিবীর পরিবর্তনটা খুবই ধী'র- মানুষের জীবন সময় খুবই দ্রুত;
তাই আমরা পরিবর্তনটাকে ঠিক ভাবে আলাদা করতে পারিনা।
নবাগতদের কাছে তাদের পৃথিবী আপনার আয়ুকালের শেষ হতে শুরু হবে-
___খালিদ হাসান🖋️-
হতাশা থেকে তৈরী হয় নির্বোধতা,
আর অধীক হতাশা থেকে হয় মানবিক বিপর্যয়-
জীবন অনেকটা বন্য ঘোড়ার মতো
যতই আমরা তাকে নিয়ন্ত্রণ করতে যাই ঠিক তখনই
তার স্বাভাবিক গতি হারিয়ে ছন্নছাড়া হয়ে পরে।
আয়ু তলিয়ে যেতে থাকে হতাশার পাহারের ভারে-
___খালিদ হাসান 🖋️
বুধবার (১৮-০৮-২০২১) রাত ৮ঃ০৬ মিনিট
নতুন বাজার, রুপশা, খুলনা-
আমি তোমার বক্ষ হতে উপরে নিবো,
কয়েকটি পাপড়ি সমেত একটি লাল গোলাপ;
🍂🌸
___খালিদ হাসান🖋️-